আঠারো বছর পেরোতে না পেরোতেই বিয়ে সেরে ফেলেছিলেন মধুমিতা সরকার। কিন্তু, গত পাঁচ বছরে তিনি টলিপাড়ার অন্যতম ‘সিঙ্গল’ অভিনেত্রী। ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। তার পর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি অভিনেত্রী সম্পর্কে। কিন্তু, এই দুর্গাপুজোয় নিজের জীবনের নতুন আরম্ভের কথা জানালেন তিনি। প্রেম করছেন, আনন্দবাজার অনলাইনকে জানালেন অভিনেত্রী।
আরও পড়ুন:
সপ্তমীর মধ্যরাতে মধুমিতার হাতের উপর রাখা আর একটি হাত। চারপাশে নিস্তব্ধতা। অভিনেত্রী লিখলেন, ‘‘নতুন শুরু’’। আরও একটি ছবি এল প্রকাশ্যে, সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে রংমিলান্তি করে কালো শার্ট পরেছিলেন তাঁর প্রেমিক। নাম, দেবমাল্য চক্রবর্তী। এই প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘‘হ্যাঁ প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’’ তবে কি খুব শীঘ্রই চার হাত এক হবে তাঁদের? শুনেই অভিনেত্রী বলেন, ‘‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’’ তবে তাঁর প্রেমিক অভিনয় জগতের কেউ নন। কিন্তু, সমাজমাধ্যমের পাতায় অনেক অভিনেত্রীই দেবমাল্যকে অনুসরণ করেন। মধুমিতার কথায়, ‘‘সে কী করে, এখন একটু চাপাই থাক।’’

মধুমিতা ও তাঁর প্রেমিক। ছবি: ইনস্টাগ্রাম।