অনুরাগিণীর সংখ্যা নেহাত কম নয়। তাঁদের সঙ্গে সমাজমাধ্যমে যোগাযোগ রাখার চেষ্টাও করেন। সেই চেষ্টাই কি ব্যুমেরাং হয়ে ফিরল? সামনেই জন্মদিন। তার আগে রণজয় বিষ্ণু সমস্যায় পড়েছেন।
এক অনুরাগিণীর অনুযোগ, তিনি নাকি নিয়মিত কথা বলেন অভিনেতার সঙ্গে। অথচ, মুখোমুখি হয়ে আর চিনতেই পারছেন না অভিনেতা! মঙ্গলবার সমাজমাধ্যমে লাইভে এসে সে কথা রণজয় স্বয়ং জানাতেই চর্চা শুরু। বাকি অনুরাগিণীদের ফিসফাস, স্বয়ং ‘বিষ্ণু’ (রণজয়ের পদবি) বিপদে পড়লে ত্রাতা কে?
অভিনেতা অবশ্যই কারও উপরে নির্ভর করেননি। তিনি নিজেই সর্বশক্তি নিয়ে ময়দানে নেমে পড়েছেন। লাইভে বলেছেন, “সম্প্রতি এক মহিলা ভক্তের মুখোমুখি। তিনি আমায় যথেষ্ট চেনেন। দাবি, আমিও নাকি তাঁকে চিনি। রোজ সমাজমাধ্যমে কথা হয় আমাদের। আমিই নাকি না চেনার ভান করছি!” অভিনেতা এ-ও জানিয়েছেন, অনুযোগকারিণী মিথ্যে বলছেন না, সেটি তাঁর হাবেভাবে স্পষ্ট। অভিনেতা চিনতে না পারায় তিনি হতাশ, ব্যথিত! প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা তাঁর। এ দিকে, রণজয়ের নাকি লোকের মুখ ভুলে যাওয়ার অভ্যেস রয়েছে। ফলে, তিনিও অস্বাস্তিতে, সত্যিই কি চিনতে পারছেন না?
আরও পড়ুন:
শেষে কথায় কথায় ফাঁস হয়েছে, কোনও ভুয়ো ব্যক্তি অভিনেতার ছদ্ম পরিচয়ে এ ভাবেই লোক ঠকাচ্ছেন। অনুযোগকারিণীর মতো আরও অনেকেই নাকি ভুক্তভুগী। ওই মহিলা জানানোর সুযোগ পেয়েছেন, বাকিরা পারছেন না। এটা জানার পরেই রণজয় হুঁশিয়ার করেন সকলকে। বলেন, “যে কেউ আমার পরিচয় দিয়ে কথা বললেই তাঁকে বিশ্বাস করবেন না। যাচাই করে নেবেন। আমার অফিসিয়াল প্রোফাইল আমার টিম সামলায়। নিজে খুবই কম যুক্ত থাকি।” একই সঙ্গে সাবধান করেন নকল ‘রণজয় বিষ্ণু’দের, যাঁরা তাঁর নাম ভাঙিয়ে লোক ঠকাচ্ছেন।