Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Gaurav-Ridhima

চলতি মাসেই ছেলের অন্নপ্রাশন, ধীরের ছবি কবে প্রকাশ্যে আসবে? ইঙ্গিত দিলেন গৌরব

গত বছর সেপ্টেম্বর মাসে গৌরব-ঋদ্ধিমার সংসারে এসেছে পুত্র ধীর। চলতি মাসেই ছেলের অন্নপ্রাশনের প্রস্তুতি নিচ্ছেন দম্পতি।

Bengali actor Gaurav Chakraborty reveals the date of his son Dheer’s rice ceremony

গৌরব চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ০৮:০১
Share: Save:

গৌরব চক্রবর্তীর ব্যস্ততা এখন তুঙ্গে। পর পর কাজ করে চলেছেন। অবশ্য অভিনেতার স্ত্রী ঋদ্ধিমা ঘোষ কিন্তু শুটিং থেকে দীর্ঘ বিরতি নিয়েছেন। কারণ, গত বছর ১৬ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ঋদ্ধিমা। ছেলে ধীরকে নিয়েই তাঁর জীবন এখন আবর্তিত হচ্ছে। কিন্তু চক্রবর্তী পরিবারে অন্য খুশির খবর। তাই ব্যস্ততাও বেড়েছে। চলতি মাসেই ধীরের অন্নপ্রাশন।

কী ভাবে প্রস্তুতি নিচ্ছেন? আনন্দবাজার অলাইনের তরফে প্রশ্ন রাখা হয়েছিল গৌরবের কাছে। হেসে বললেন, ‘‘এই মাসেই ছেলের ছ’মাস পূর্ণ হচ্ছে। তাই সকলে মিলে অন্নপ্রাশনের তোড়জোড় শুরু করেছি।’’ আগামী ১৩ মার্চ অন্নপ্রাশনের ঘরোয়া অনুষ্ঠান। কিন্তু অতিথিদের জন্য ১৬ মার্চ আরও একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন গৌরব-ঋদ্ধিমা। এ দিকে আগামী ৭ মার্চ থেকে মিতিন মাসির নতুন ছবির শুটিং শুরু হচ্ছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গৌরব। কী ভাবে দু’দিক সামাল দেবেন? গৌরব বললেন, ‘‘কাজের প্রস্তাব আসার পরেই বলেছিলাম যে ছেলের অন্নপ্রাশন আছে। ওই সময়ে ছুটি চাই। প্রযোজনা সংস্থাও রাজি হয়ে গিয়েছে। তাই কোনও সমস্যা হওয়ার কথা নয়।’’

দাদু-দিদা, অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তীও নাকি সময় পেলেই নাতির সঙ্গে সময় কাটাচ্ছেন। ঋদ্ধিমার বাবাও নাকি সময় পেলেই নাতিকে দেখতে চলে আসেন। ছোট্ট ধীর কি খুব দুষ্টু? গৌরব বললেন, ‘‘একদমই নয়। ও খুবই শান্ত। খুব কম কান্নাকাটি করে। রাতেও শান্তিতে ঘুমোয়। আমি আর ঋদ্ধিমা ওকে নিয়ে একটা দারুন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি।’’

পরিবারে নতুন সদস্য আসার পর থেকেই গৌরব-ঋদ্ধিমার অনুরাগীরা ধীরের ছবি দেখতে উৎসাহী। এর আগে ছেলের সঙ্গে তোলা ছবি বেশ কয়েক বার সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছেন দম্পতি। কিন্তু সেখানে ধীরের মুখ সাবধানতার সঙ্গে আড়ালেই রেখেছেন তাঁরা। ছেলের ছবি দেখার কৌতূহল নিয়ে গৌরবও অবগত। বললেন, ‘‘সমাজমাধ্যমে মেসেজ আসতেই থাকে যে, কবে ধীরের ছবি প্রকাশ্যে আসবে।’’ কিন্তু কবে? সে পরিকল্পনাও করে ফেলেন গৌরব-ঋদ্ধিমা। বললেন, ‘‘অন্নপ্রাশনের অনুষ্ঠানে অনেকেই আসবেন। তাঁরা ছবি তুলবেন। আমরা তো অম্বানী পরিবার নই, ফলে নিরাপত্তাকর্মী বা ফোন জমা রাখা— এ সব করতে পারব না। তাই ঠিক করেছি, কেউ ছবি তুলে পোস্ট করে দেওয়ার আগে আমরাই এর মধ্যে এক দিন ওর ছবি প্রকাশ্যে আনব।’’

সম্প্রতি, ‘সোনার কেল্লায় যকের ধন’ ছবির শুটিং শেষ করেছেন গৌরব। জানালেন, নতুন কিছু কাজ নিয়েও প্রযোজক-পরিচালকদের সঙ্গে কথাবার্তা চলছে। ঋদ্ধিমাও এ বার ধীরে ধীরে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE