মঞ্চে অরিজিৎ, স্বামীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কোয়েল। — ফাইল চিত্র।
শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের প্রথম বার অরিজিৎ সিংহ। প্রায় ১৪,০০০ দর্শকের সামনের একের পর এক গান গাইলেন তিনি। দর্শকাসনে ছিলেন তাঁর স্ত্রী কোয়েল সিংহ।তবে অনেকটা সময় মঞ্চের সামনে দাঁড়িয়ে থেকেই উপভোগ করলেন অরিজিতের পারফরম্যান্স। স্বামী মঞ্চে কখনও গাইছেন ‘টুইস্ট’, কখনও আবার ‘কেশরিয়া’ গাইছেন। অরিজিতের কণ্ঠে তাঁর গান শুনে বাঁধন ছাড়া উচ্ছ্বাস শ্রোতাদের মধ্যে। তাঁদের মধ্যে এক জন হয়ে অরিজিতের গানে বুঁদ হয়ে আছেন কোয়েল।
এমনিতেই সারা ক্ষণ কোয়েলকে আগলে রাখেন গায়ক। তাঁর প্রায় সব অনুষ্ঠানেই সঙ্গী তাঁর স্ত্রী। তবে বেশির ভাগ সময়ই মঞ্চের পিছনে দেখা যায় তাঁকে। কিন্তু শিলিগুড়ির অনুষ্ঠানের মঞ্চের সামনে দাঁড়িয়েও তিনি অরিজিতের গান শুনছেন। শুধু শুনছেনই না, রীতিমতো গলা মেলাচ্ছেন আর পাঁচজন অনুরাগীর মতোই। বিভিন্ন সময় বিভিন্ন মুডে ধরা দিলেন কোয়েল। কখনও ‘ঝুমে জো পাঠান’-এর তালে তালে নেচে উঠছেন। আবার কখনও ‘কেশরিয়া’ গানে গলা মেলাচ্ছেন। কিংবা যখন ‘ম্যায় ফির ভি তুমকো চাহুঙ্গা’ গাইছেন অরিজিৎ, সেই সময় একদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন কোয়েল। সম্প্রতি এই ভিডিয়ো ছড়িয়ে পড়ায় তাতে ভালবাসা উজাড় করে দিয়েছেন তাঁদের অনুরাগীরা।
অরিজিৎ সিংহের প্রায় প্রতিটি গানের ছত্রে ছত্রে প্রেমের ইস্তেহার। তবে শুধু তাঁর গানেই নয়, গায়কের জীবনেও প্রেমের খামতি নেই। স্ত্রী কোয়েল ও দুই পুত্রকে নিয়ে সুখের সংসার। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি অর্জন করেছেন গায়ক। তবে ব্যক্তিগত জীবনে খুবই সাদামাঠা অরিজিৎ সিংহ। তাঁর প্রেমও নামজাদা ব্যক্তিত্বদের মতো ক্যামেরাসর্বস্ব নয়। বরং আদুরে মুহূর্তগুলি ব্যক্তিগত পরিসরে রাখতেই বেশি পছন্দ করেন অরিজিৎ। ঠিক একই ধারণায় বিশ্বাসী তাঁর স্ত্রী কোয়েল। সেটিই প্রকাশ পায় তাঁদের জীবনযাপনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy