Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Mimi Chakrborty

Tollywood: প্রেক্ষাগৃহে একই দিনে সোহম-মিমির ছবি-মুক্তি! এ বারের গরমের ছুটি বাংলা ছবির দখলে

সোহমের দাবি, ‘‘এমনও হতে পারে, দর্শক দুটো ছবিই দেখবেন। নিশ্চয়ই ছবি দুটো দেখানোর সময় আলাদা থাকবে। এতে লোকসান নয়, লাভ আমাদের।’’

প্রেক্ষাগৃহে একই দিনে সোহম-মিমির ছবি-মুক্তি।

প্রেক্ষাগৃহে একই দিনে সোহম-মিমির ছবি-মুক্তি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৫:১৩
Share: Save:

এপ্রিল, মে মাস বাংলা ছবির দখলে। পয়লা বৈশাখের আগের দিন, ১৪ এপ্রিল থেকে শুরু। ওই দিন মুক্তি পাবে এসভিএফ প্রযোজিত ‘দ্য একেন’। মোবাইল ছেড়ে এ বার বড় পর্দায় একেনবাবুর কীর্তিকলাপ। অভিনয়ে অনির্বাণ চক্রবর্তী, পায়েল সরকার। আপাতত এই ছবির কোনও প্রতিদ্বন্দ্বী নেই। যেমন নেই দেব অধিকারীর ‘কিশমিশ’-এরও। রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি মুক্তি পেতে চলেছে ২৯ এপ্রিল। ছবিতে এক ঝাঁক তারকার সমাবেশ। দেবের বিপরীতে রুক্মিণী মৈত্র। বিভিন্ন চরিত্রে আছেন জুন মালিয়া, অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা প্রমুখ। ছবিতে দেব-দর্শন ঘটবে চারটি সম্পূর্ণ ভিন্ন চেহারায়। ২১ মার্চ প্রচার ঝলক প্রকাশ্যে আসার কথা।

মে মাস জুড়ে গরমের ছুটি। ওই সময়ে মুক্তি পাবে নানা স্বাদের ছবি। দোলের দিন তারই আগাম ঘোষণায় একাধিক প্রযোজনা সংস্থা। শোনা যাচ্ছে, ৬ মে প্রেক্ষাগৃহে জোর টক্কর লাগতে চলেছে শাসকদলের দুই সাংসদ-বিধায়কের মধ্যে। মিমি চক্রবর্তী-সোহম চক্রবর্তী এত দিন জুটি বেঁধে অনেক ছবি করেছেন। মে মাসে তাঁদের দেখা যাবে দুটি ভিন্ন ছবিতে। ‘মিনি’ আর ‘কলকাতার হ্যারি’তে। দুটোই ছোটদের ছবি।

দেবলীনা-গৌরব, পরান বন্দ্যোপাধ্যায়-লিলি চক্রবর্তী।

দেবলীনা-গৌরব, পরান বন্দ্যোপাধ্যায়-লিলি চক্রবর্তী।

একই তারিখে ছবির মুক্তি নিয়ে কী বলছেন মিমি-সোহম?

এই মুহূর্তে মিমি মুম্বইয়ে। টলিপাড়ার খবর, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘পোস্ত’ ছবির হিন্দি ভাষান্তরের শ্যুটে ব্যস্ত অভিনেত্রী। তাই ‘মিনি’-র হয়ে মুখ খুলেছেন প্রযোজক সম্পূর্ণা লাহিড়ি। তাঁর কথায়, ‘‘আমরা না জেনেই মুক্তির তারিখটি ঠিক করেছি। জানতাম না একই দিনে সোহমের ‘কলকাতার হ্যারি’ মুক্তি পাচ্ছে। আমাদের হাতে এখনও সেন্সর ছাড়পত্র আসেনি। তাই আনুষ্ঠানিক ভাবে তারিখ ঘোষণা হয়নি। পরের মাসে ছবির প্রচার ঝলক মুক্তি পাবে। তার পর মুক্তির দিন ঘোষণা।’’ ছবির মুক্তির তারিখ কি তা হলে পিছনো হবে? যৌথ প্রযোজনা সংস্থা এমকে মিডিয়া প্রাইভেট লিমিটেড এবং স্মল টক আইডিয়াজ আপাতত এই বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ। তবে তাদের মতে, একই দিনে দুই ছবির মুক্তি টলিউডে নতুন কিছু নয়। তাই ধরে নেওয়া যায়, কোনও সমস্যা হবে না।

বিষয়টি নিয়ে কথা বলেছেন সোহমও। শুরুতেই তিনি জানিয়েছেন, ‘‘এত দিন জুটি হিসেবে পর্দা ভাগ করেছি।এ বার দুটো আলাদা ছবিতে প্রেক্ষাগৃহ ভাগাভাগির পালা। আমার খুবই ভাল লাগছে।’’ একই সঙ্গে সোহম আশাবাদী, অতিমারি সব কিছু গ্রাস করে নিয়েছিল। এ বার সেই ছায়া সরছে। দর্শক আবার প্রেক্ষাগৃহে ফিরছেন। একের পর এক বাংলা ছবিও মুক্তি পাচ্ছে। অর্থাৎ, বিনোদন দুনিয়া ফের ঘুরে দাঁড়াচ্ছে। সঙ্গে সুস্থ প্রতিযোগিতাও থাকছে।

কিন্তু এতে দর্শক ভাগাভাগি হওয়ার সম্ভাবনাও রয়েছে। কেউ বেছে নেবেন মিমিকে। কেউ দেখবেন সোহমের ছবি। প্রযোজক-বিধায়ক-অভিনেতার দাবি, ‘‘এমনও হতে পারে, দর্শক দুটো ছবিই দেখবেন। নিশ্চয়ই ছবি দুটো দেখানোর সময় আলাদা থাকবে। এতে লোকসান নয়, লাভ আমাদের।’’ ‘কলকাতার হ্যারি’র তুরুপের তাস প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী। দর্শক তাঁদের কোন ভূমিকায় দেখবেন? এক্ষুণি সে রহস্য ফাঁস করতে রাজি নন সোহম। তবে গুরুত্বপূর্ণ দুই অতিথি চরিত্রে তাঁরা থাকবেন ছবিতে, সে কথা জানিয়েছেন তিনি।

মে মাসে মুক্তি পাচ্ছে ঈপ্সিতা রায় সরকার, রাজেশ দত্তের ‘সার্কাসের ঘোড়া’। মুখ্য আকর্ষণ পরান বন্দ্যোপাধ্যায়-লিলি চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়-দেবলীনা কুমার জুটি। এ ছাড়াও আছেন, দীপঙ্কর দে, ইন্দ্রাণী হালদার, সাহেব চট্টোপাধ্যায়, দেবাশিস ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত সহ অন্যান্যরা। বড় পর্দায় এই ছবি দিয়েই প্রথম জুটি বাঁধছেন বাস্তবের দম্পতি গৌরব-দেবলানী। আনন্দবাজার অনলাইনকে ঈপ্সিতা জানিয়েছেন, ২০১৯-এ যখন ছবির শ্যুট চলছিল, তখনও ওঁরা যুগল। সাত পাক ঘোরেননি। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দুই তারকাকে।

এক ছবিতে সার্কাসের মজার পাশাপাশি দাদু-নাতি সম্পর্কের কাহিনি। পাশাপাশি মে মাসে পর্দায় হাজির হচ্ছেন মিমি-সোহম। দর্শক তাঁদের ফেলে সার্কাস দেখবেন? পরিচালক আত্মবিশ্বাসী। তাঁর দাবি, ‘‘শহর কলকাতা গরমে ঠান্ডার আমেজ পেতে পাহাড়ে যায়। কিন্তু ভরা গ্রীষ্মে কখনও সার্কাস দেখেনি। ‘সার্কাসের ঘোড়া’ সেই স্বাদই এনে দেবে।’’ তাঁর আরও যুক্তি, এ বছরও হয়তো চাইলেই বাইরে বেড়াতে যাওয়া ততটা হবে না অনেকের। তাঁরা প্রেক্ষাগৃহে আসবেন। সবার সব ছবি দেখবেন। দেখবেন, "আবার বসন্ত বিলাপ", "৬১নং গড়পার লেন"-এর নির্মাতার নতুন ছবিও।

অন্য বিষয়গুলি:

Mimi Chakrborty Soham Chakrabarty Bengali Cinema Tollywod
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy