টেলিপাড়ায় ফের বিয়ের সানাই। জানুয়ারিতেই ছাদনাতলায় শ্বেতা ও রুবেল। সম্পর্কের খবর নিয়ে কোনও দিনই রাখঢাক করেননি এই জুটি। আসন্ন জানুয়ারিতেই বিয়ে সারছেন তাঁরা। প্রাকবিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে ইতিমধ্যেই। গত ১৫ ডিসেম্বর ছিল তাঁদের আশীর্বাদের অনুষ্ঠান। সাবেকি সাজ বেছে নিয়েছিলেন শ্বেতা। অভিনেত্রীর প্রসাধনী পর্বের ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায়।
প্রসাধনী শিল্পী সেই ভিডিয়োয় নিজেই জানিয়েছেন, সাজগোজের সময় নাকি মোটেই চুপচাপ বসে থাকেননি শ্বেতা। বরং প্রসাধনী শিল্পীর সঙ্গে অনবরত কথা বলছিলেন অভিনেত্রী। গত তিন বছরের নানা গল্প নাকি প্রসাধনী শিল্পীর সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। কন্যার আশীর্বাদের সাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন শ্বেতার মা-ও।
আশীর্বাদের জন্য একই রঙের পোশাক বেছে নিয়েছিলেন শ্বেতা ও রুবেল। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের অভিনেত্রী এ দিন পরেছিলেন নীল রঙের সিল্কের শাড়ি। তার মধ্যে সোনালি বুটি। সঙ্গে রানি রঙের ব্লাউজ়। গয়নাতেও ছিল সাবেকি ছোঁয়া। গলায়, কানে ও হাতে সোনার গয়না। একঢাল কোঁকড়া লম্বা চুলেও ছিল সোনার গয়নার চমক। অন্য দিকে, ‘নিম ফুলের মধু’র নায়ক তথা রুবেলও রং মিলিয়ে পরেছিলেন নীল পাঞ্জাবি ও সাদা পাজামা।
এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র সেট থেকেই প্রেম শুরু শ্বেতা-রুবেলের। প্রথম দিকে আড়ালেই রেখেছিলেন সম্পর্কের কথা। তবে টলিপাড়ায় প্রেমের খবর বেশি দিন চাপা থাকে না। তাই একটা সময়ের পর থেকে প্রকাশ্যেই নিজেদের সম্পর্কের কথা জোর গলায় স্বীকার করেন তাঁরা। সমাজমাধ্যমেও নিজেদের সম্পর্কের নানা মুহূর্ত তুলে ধরেন শ্বেতা-রুবেল। জন্মদিন হোক বা পুজো, বিশেষ দিনগুলো একসঙ্গেই কাটান তাঁরা। এ বার পুজোয় যেন বেশি করে পরস্পরের কাছাকাছি ছিলেন তাঁরা। বর্তমানে বিয়ে নিয়ে ব্যস্ত তারকা জুটি।