Advertisement
০২ জানুয়ারি ২০২৫
Sudipta Chakraborty on Star Theatre

স্টার বদলে বিনোদিনী! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে কী জানালেন ‘বিনোদিনী অপেরা’র নটী সুদীপ্তা?

প্রেক্ষাগৃহের নাম পরিবর্তনের জন্য ইতিমধ্যেই প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা জানতে পেরে উচ্ছ্বসিত সুদীপ্তা চক্রবর্তী।

Actress Sudipta Chakaraborty revealed that she is very excited and happy to hear Mamata Banerjee’s announcement on Star Theatre

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে কী বললেন সুদীপ্তা? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:১২
Share: Save:

স্টার থিয়েটারের নাম বদলে রাখা হবে নটী বিনোদিনীর নামে। সোমবার সন্দেশখালির প্রশাসনিক সভার মঞ্চ থেকে হঠাৎই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার এই ঐতিহাসিক প্রেক্ষাগৃহের সঙ্গে যোগসূত্র রয়েছে নটী বিনোদিনীর। মুখ্যমন্ত্রী জানান, প্রেক্ষাগৃহের নাম পরিবর্তনের জন্য ইতিমধ্যেই প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা জানতে পেরে উচ্ছ্বসিত সুদীপ্তা চক্রবর্তী।

ঊনবিংশ শতকের মহিলা নাট্যব্যক্তিত্ব বিনোদিনী দাসীর চরিত্রকে মঞ্চে রক্ত-মাংসে জীবন্ত করে তোলেন সুদীপ্তা চক্রবর্তী। মঞ্চে তাঁর ‘বিনোদিনী অপেরা’ প্রতিটি অভিনয়ে জমে দর্শকের ভিড়। আর প্রতি অভিনয়ের শেষেই থাকে বিনোদিনীকে নিয়ে বিশেষ বার্তা। স্টার থিয়েটারের পাশের গলিতেই রয়েছে নটী বিনোদিনীর বাড়ি। ‘গোপাল কুটীর’ নামের সেই বাড়ির জীর্ণ অবস্থাও। সেই বাড়িও সংরক্ষণের দাবি জানান সুদীপ্তারা। আনন্দবাজার অনলাইনকে সুদীপ্তা বললেন, “এই মাত্র আমি জানতে পারলাম। অবন্তী (‘বিনোদিনী অপেরা’র পরিচালক) আমাকে মেসেজ করে জানালেন। গত দু’বছর ধরে মঞ্চে দাঁড়িয়ে আমরা গলা ফাটাচ্ছি। আমরা গত ৩১টি অভিনয়েই এই দাবি রেখেছি, স্টার থিয়েটার যেন বিনোদিনীর নামে হয়। সাধারণ মানুষও এই দাবিকে সমর্থন করেছেন। তাঁরাও মনে করেছেন, এটাই হওয়া উচিত। সেটা যে অবশেষে বাস্তবায়িত হল, সেটাই দারুন বিষয়।”

গত ৩১টি অভিনয়ের শেষেই স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে বিনোদিনী রাখার দাবি করেছিলেন সুদীপ্তারা। সেই দাবি পূরণ হয়েছে। তাই পরবর্তী অভিনয় থেকে কি নাটকের সমাপ্তি পর্যায় অন্য রকমের হবে? সুদীপ্তা বলেন, “এই মাত্র পরিচালকের সঙ্গে সেই আলোচনাই হচ্ছিল, এ বার আমাদের নাটকের শেষটা পরিবর্তন করতে হবে। পরিচালকের সিদ্ধান্ত অনুযায়ী নাটকের শেষে এই দাবি রাখছিলাম আমরা। তাই এ বার থেকে কী হবে, সেই সিদ্ধান্তও পরিচালকরেই।”

তবে আরও একটি দাবি রাখেন সুদীপ্তা। তিনি বলেন, “এ কথাও আমাদের নাটক শেষে বলি, স্টারে কিন্তু এখন সিনেমা দেখায়। নাটক আর হয় না। তাই আমার দাবি রইল, স্টার থিয়েটারে নাটক মঞ্চস্থ হওয়া শুরু হোক। তবেই এই নামকরণ সার্বিক সার্থকতা পাবে।”

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সক্রিয় ছিলেন সুদীপ্তা। প্রতিটি আন্দোলনেই পথে নামতে দেখা গিয়েছিল তাঁকে। এই ঘটনায় প্রশাসনের সমালোচনাও করেছিলেন তিনি। আরজি কর কাণ্ডের তদন্তে সম্প্রতি উঠে এসেছে আরও কিছু তথ্য। ঠিক সেই সময়েই সন্দেশখালির মঞ্চ থেকে স্টার থিয়েটার নিয়ে এই ঘোষণা কি তাৎপর্যপূর্ণ নয়? সুদীপ্তার কথায়, “তিনি আমাদের মুখ্যমন্ত্রী। তিনি ভাল কাজ করলে আমরা বাহবা দেব। আবার যেটা অন্যায় মনে হবে, সেটার বিরোধিতা করব— এ নিয়ে আমার কোনও সংশয় নেই। কোন মুহূর্তে দাঁড়িয়ে তিনি কী করছেন, সেটা তিনি জানেন। আমার এই খবরটা শুনে খুব ভাল লেগেছে। আমি যদি আজই আবার খবর পাই, আরও কিছু খারাপ ঘটেছে, তা হলে আবারও ততটাই জোরের সঙ্গে সমালোচনা করব।

অন্য বিষয়গুলি:

Sudipta Chakraborty Star Theatre Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy