কোয়েল থেকে পরীমণি কিংবা দীপিকা পাডুকোন, অনুষ্কা শর্মা— চলতি বছরে নয় তারকা মায়েদের তালিকা আনন্দবাজার অনলাইনে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
চলতি বছরে বাংলা ও হিন্দি ইন্ডাস্ট্রির অন্দরে নানা ঘটনা উঁকি দিয়েছে। প্রেম, বিয়ে, বিচ্ছেদের চর্চার ভিড়ে প্রচারের ছটা খানিক ছিনিয়ে নিয়েছে কচিকাঁচাদের দল। কলকাতা, ও পার বাংলা এবং বলি তারকাদের জীবনে পদার্পণ করেছে একদল খুদে। কোয়েল থেকে পরীমণি কিংবা দীপিকা পাডুকোন, অনুষ্কা শর্মা— চলতি বছরে নয় তারকা মায়েদের তালিকা আনন্দবাজার অনলাইনে। সদ্যোজাত থেকে আরম্ভ করে কয়েক মাসের বয়সের একরত্তিরা দখল করেছে সমাজমাধ্যমের পাতা। কোনও জুটি সদ্য অভিভাবক হয়েছেন, কারও দ্বিতীয় সন্তান। কারও কাছে মাতৃত্বের সফর প্রশান্তির, কারও কাছে তা যেন শুধুই বোকামি। কোনও তারকা বিবাহবিচ্ছেদের পরে সন্তান দত্তক নিয়ে ব্যতিক্রমী পদক্ষেপ করেছেন। প্রথম সন্তানের সঙ্গে একই স্নেহ ও ভালবাসা দিয়ে বড় করছেন তাকেও।
কোয়েল-কন্যা:
প্রথম সন্তান কবীরের বয়স প্রায় চার। ডিসেম্বরে দ্বিতীয় বার মা হলেন কোয়েল মল্লিক। স্বাভাবিক ভাবেই মল্লিক এবং রানে পরিবারে খুশির জোয়ার। জিৎ, শুভশ্রী থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী— সমাজমাধ্যমে কোয়েলের কন্যাসন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাংলা বিনোদন দুনিয়ার তারকারাও উচ্ছ্বসিত। দেবীপক্ষের সূচনালগ্নেই অভিনেত্রী ফের মা হওয়ার সুখবর দিয়েছিলেন অনুরাগীদের।
এই প্রসঙ্গে রঞ্জিত মল্লিক আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন অবাক করা ঘটনা। তাঁর কথায়, কোয়েলের নার্সিংহোমে ভর্তির আগে হঠাৎ করেই এক দিন এক ছোট্ট মেয়ের ছবি এঁকেছিল কবীর। কোয়েল ছেলের কাছে জানতে চায়, কেন সে বাচ্চা মেয়ের ছবি এঁকেছে। উত্তরে কবীর মাকে জানিয়েছিল, মেয়ে নয়, পুতুলের ছবি এঁকেছে সে। পুতুলের মতোই তার একটি বোন আসতে চলেছে!
২০২০ সালে কবীরের জন্মের পর মহাষ্টমীর দিন তার নামকরণ করেন কোয়েল। কন্যাসন্তানের নাম কবে ঠিক হবে? একরত্তির মুখের আদল কোয়েল না নিসপাল রানের মতো? জানার অপেক্ষায় কৌতূহলী অনুরাগীরা।
কাঞ্চন-শ্রীময়ীর কৃষভি:
দীপাবলিতে কাঞ্চন-শ্রীময়ীর সংসারে কন্যাসন্তান কৃষভির আগমন। বিয়ের সময় থেকেই বিতর্কের সূত্রপাত, কিন্তু দাম্পত্য চুটিয়ে উপভোগ করছেন এই জুটি। কাঞ্চন শ্রীময়ীকে জানিয়েছিলেন, ২৭ বছর বয়সে মা হবেন শ্রীময়ী, এর থেকে বরং একটু সময় নেওয়া শ্রেয়। তবে সময় নষ্ট করতে চাননি শ্রীময়ী। বিয়ের আট মাসের মাথায় তাঁদের জীবনে নতুন অতিথির আগমন।
কাঞ্চনের আগের পক্ষের সন্তান ওশের প্রতিও সন্তানসম স্নেহ শ্রীময়ীর। আনন্দবাজার অনলাইনকে জানান, তাকে গর্ভে ধারণ করেননি ঠিকই, কিন্তু অভিনেত্রীর কাছে কৃষভি যা, ওশ-ও তাই। কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতে ওশের অবারিত দ্বার। ওশ কোনও দিন যদি কাঞ্চনের কাছে গিয়ে দাঁড়ায়, থাকতে চায় তাঁদের কাছে, ‘তৃতীয় ব্যক্তি’ হয়ে বাধা দেবেন না শ্রীময়ী। তাঁর কথায়, “ওই পাপ ভুলেও না।”
শ্রীময়ীর বক্তব্যের পাল্টা জবাব দেন পিঙ্কি। বলেন, ‘‘ঠিক আছে, ধন্যবাদ ওঁর মহান উক্তির জন্য। ওশ বাবাকে মিস্ করে না।” কাঞ্চন-শ্রীময়ীর উদ্দেশে ভাল থাকার শুভেচ্ছাবার্তা জানান অভিনেত্রী। প্রাক্তন স্বামীর দ্বিতীয় সন্তান কৃষভির প্রতি পিঙ্কির বার্তা, ‘‘ও খুব ভাল থাকুক, এই ব্রহ্মাণ্ড যেন ওকে সব খারাপের থেকে রক্ষা করে। খুব ভাল থাকুক।’’
দু’পক্ষের যুযুধানেই শেষ নয়। বছরশেষে আরও চমক অপেক্ষা করছিল এই জুটিকে কেন্দ্র করে। দক্ষিণ কলকাতার যে বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শ্রীময়ী, সেই বেসরকারি হাসপাতালটি বিল করে ছ’লক্ষ টাকা। সেই বিল মিটিয়ে স্ত্রী-কন্যাকে বাড়িতে নিয়ে আসেন কাঞ্চন। বিধানসভা সূত্রে খবর, মঙ্গলবার সমস্ত তথ্য ও নথিসমেত বিধানসভার স্বাস্থ্য বিষয়ক বিভাগে বিলটি জমা দিয়েছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। অভিনেতা-বিধায়কের বিল বিধানসভায় জমা দেওয়ার কথা জানাজানি হতেই শুরু হয় গুঞ্জন।
পরীমণির জীবনে পরীর আগমন:
চলতি বছরে যেখানে তারকাদের জীবনে সন্তানের আগমন, সেই সময় গতানুগতিকের খানিক উল্টো পথে হাঁটলেন ও পার বাংলার অভিনেত্রী। তিনি ব্যতিক্রমী। ৬ দিনের সদ্যোজাত কন্যাকে দত্তক নিলেন পরীমণি। আনন্দবাজার অনলাইনে প্রথম লিখেছিলেন অভিনেত্রী, “আমার মেয়ে, সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে।” পাশাপাশি প্রশ্ন রাখেন, কে বলেছে জন্ম দেওয়া বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না? এই সব নিয়ম সমাজের তৈরি। জীবনে একাধিক বিতর্ক, শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচবেন, মত অভিনেত্রীর। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে এক দিকে ছেলে আর এক দিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখেন অভিনেত্রী, তখন তাঁর মনে হয় পরীমণির আকাশ যেন আরও বিস্তৃত হয়ে আসছে।
‘দুয়া’ কবুল:
নকল স্ফীতোদর! মুম্বইয়ে ভোটদানের পর সমাজমাধ্যমে নিন্দকদের কটাক্ষের শিকার হন দীপিকা পাডুকোন। তার পর মাতৃত্বকালীন ফোটোশুট প্রকাশ্যে এনে কড়া জবাব দেন দীপিকা। স্ত্রীর সমর্থনে পাল্টা জবাব দেন রণবীর সিংহও। সমাজমাধ্যমে নেটাগরিকের উদ্দেশে লেখেন, ‘বুরি নজ়রওয়ালে, তেরা মুহ্ কালা’। চলতি বছরে ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন বছর আটত্রিশের অভিনেত্রী। অন্তঃসত্ত্বা থাকাকালীন একটি অনুষ্ঠানে হলুদ গাউন পরেছিলেন অভিনেত্রী। দীপিকা জানান, এই পোশাক বিক্রি করে যে টাকা উঠবে, তা চলে যাবে এক স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে। মাত্র ২০ মিনিটের মধ্যে ৩২ হাজার টাকায় বিক্রি হয়েছে এই পোশাক। দীপাবলির পরের দিন, শুক্রবার সন্ধ্যায় সমাজমাধ্যমে একরত্তির নাম প্রকাশ করেছিলেন দীপিকা-রণবীর। সঙ্গে দিয়েছেন কন্যার মিষ্টি ছবি। তবে মুখ নয়, রয়েছে ছোট্ট দু’টি পা। অভিনেতা দম্পতি মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিংহ। দীপিকার কথায়, “দুয়া কথার অর্থ হল প্রার্থনা। সে আসলে আমাদের প্রার্থনার পুরস্কার।”
বাবা হওয়ার পর অপরাধবোধ:
বিয়ের তিন বছরের মাথায় ৩ জুন মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন বরুণ ধওয়ান-পত্নী নাতাশা দালাল। পিতৃদিবসে মেয়ের প্রথম ঝলক প্রকাশ্যে আনেন বরুণ। কন্যাসন্তানের নাম রাখেন লারা। বাবা হওয়ার পরে দায়িত্ব যে বেড়েছে, তার উল্লেখ করেছেন একাধিক সাক্ষাৎকারে। কখনও জানিয়েছেন অপরাধবোধের কথা, আবার কখনও মেয়ের ক্ষতির আশঙ্কায় হুঙ্কার ছেড়েছেন অভিনেতা। ঝুলিতে পর পর ওয়েব সিরিজ় ও ছবির কাজ থাকায় মেয়েকে পর্যাপ্ত সময় দিতে পারছেন না, তাই প্রায়শই অপরাধবোধে ভুগছেন বলি অভিনেতা। অন্য দিকে মেয়ের নিরাপত্তা নিয়ে তাঁর সতর্কবার্তা, “কেউ যদি লারার সামান্যতমও ক্ষতি করে তাকে হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধা করব না।”
আড়ালে আবডালে:
বিরাট বা অনুষ্কা নন, অনুষ্কার দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন বিরাটের বন্ধু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডেভিলিয়ার্স। পরে অবশ্য কোনও এক অজ্ঞাত কারণে তিনি নিজের কথা থেকে সরে আসেন। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারিতে পুত্রসন্তানের জন্মের পাঁচ দিন পরে প্রকাশ্যে আনেন বিরাট-অনুষ্কা। তবে দেশের মাটিতে নয়, লন্ডনে ভূমিষ্ঠ হয়েছে তাঁদের সন্তান। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন জুটি। তাই গোপনীয়তা বজায় রাখতেই তাঁদের এই সিদ্ধান্ত। ভামিকার ছোট ভাইয়ের নামকরণ হয় অকায়, যাঁর অর্থ পরমাত্মা বা ঈশ্বর।
দূষিত পরিবেশ, সন্তান আগমন:
মা হওয়ার মোটেই ইচ্ছে ছিল না, এমনই মত রিচা চড্ডার। ক্রমাগত জলবায়ুর পরিবর্তন আর দূষণের জের! এই দূষিত পৃথিবীতে সন্তান আনার ইচ্ছে ছিল না অভিনেত্রীর। ২০২২ সালে বিয়ে সারেন তাঁরা। ১৬ জুলাই তাঁদের জীবনে আসে কন্যাসন্তান জুনেইরা। তবে দূষণের কথা মাথায় রেখেই জন্মের পর থেকেই তাকে বড় করে তোলার ক্ষেত্রে বাড়তি নজর দিয়েছেন তারকা দম্পতি রিচা ও আলি ফজ়ল। মেয়েকে বড় করার জন্য পুনর্ব্যবহার্য জিনিসপত্রও ব্যবহার করেছেন তাঁরা। রিচার কথায়, ‘‘মেয়ের জন্য আমি এমন অনেক জিনিসই ব্যবহার করেছি যা আমার বন্ধু দিয়া মির্জা তাঁর মা হওয়ার সময়ে ব্যবহার করেছিলেন।’’
আমার ছেলে:
সাদামাঠা ভাবে বিয়ে সেরেছিলেন। সন্তানধারণের ক্ষেত্রেও একই ধারা বজায় রাখলেন ইয়ামি গৌতম। ১০ মে ইয়ামি ও আদিত্য ধরের জীবনে পুত্রসন্তান বেদাবিদের আগমন ঘটে। তবে কয়েক মাস পেরিয়ে গেলেও এখনও নাকি বিশ্বাসই করে উঠতে পারছেন না, তিনি একটি প্রাণের জন্ম দিয়েছেন। এমনকি ছেলের পরিচয় দিতে গেলেও নিজেই মাঝেমধ্যে চমকে ওঠেন।কারও সঙ্গে কথা বলার সময় বেদাবিদকে নিজের ছেলে বলে পরিচয় দিতে যান, অদ্ভুত অনুভূতি ঘিরে ধরে অভিনেত্রীকে। আর তখন যেন আরও একটু জোর দিয়ে বলেন, “আমার ছেলে”। উল্লেখ্য, ২০২১ সালে বিয়ে সারেন ইয়ামি ও আদিত্য।
মাতৃত্ব যখন বোকামি:
অন্য তারকারা যখন মাতৃত্বের স্বাদ নিচ্ছেন ভরপুর, কারও কাছে মা হওয়ার সফর “বোকামির মতো”। প্রকাশ্যে এমনই মন্তব্য করে বসেন বলি অভিনেত্রী রাধিকা আপ্তে। ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে ১২ বছরের দাম্পত্য। সম্প্রতি লন্ডনের এক চলচ্চিত্র উৎসবে প্রকাশ্যে আসে রাধিকার স্ফীতোদর। তবে মা হওয়ার কোনও পরিকল্পনাই ছিল না অভিনেত্রীর। তাঁর কাছে এটা নিছকই উৎসাহ বা উত্তেজনার বশে সিদ্ধান্ত নেওয়া। শুধু তাই নয়, সিদ্ধান্ত নেওয়ার পরেও দোলাচলে ছিলেন অভিনেত্রী, আদৌ তাতে অটল থাকবেন কি না! অন্তঃসত্ত্বা অবস্থায় নিজেকে অসহ্য লাগত বলি অভিনেত্রীর। স্পষ্ট জানিয়েছিলেন, মোটেও আনন্দ হচ্ছে না মা হয়ে। ডিসেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন রাধিকা। একরত্তিকে নিয়ে তাঁর হাসিমুখের ছবি অনুরাগীদের মন কেড়েছে সমাজমাধ্যমে। তবে মাতৃত্বের সফর মোটেও সুখকর ছিল না। তাঁর কথায়, “এত যন্ত্রণার মধ্যে যাঁরা বলতেন, ‘আনন্দে থাকো’, তাঁদের মুখে ঘুষি মারতে ইচ্ছে করত। ওদের বলতাম, ‘আমি যন্ত্রণায় মরে যাচ্ছি, আর তোমরা খুশি থাকতে বলছ!’”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy