ঘড়িতে রামমন্দিরের ছবি খোদাই করা। হাতে এই ঘড়ি পরে বিতর্কে পড়েছেন সলমন খান। কিছু দিন আগে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘সিকন্দর’। সেই ছবি মুক্তির কিছু দিন আগেই হাতে রামন্দিরের ছবি খোদাই করা ঘড়ি পরে প্রকাশ্যে এসেছিলেন সলমন। ভাইজানের হাতে এমন ঘড়ি দেখে তাঁর এক দল ভক্ত আনন্দে উচ্ছ্বসিত। অন্য দিকে, আর এক দল ভক্তের থেকে ধেয়ে আসে কটাক্ষ। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা প্রতীক গান্ধী।
এই প্রসঙ্গে ধর্মের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রতীক। এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, “আমি এই বিষয়ে বিশদ জানি না। কিন্তু অবশ্যই আমার মতামত রয়েছে। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে, কোনও ধর্মই ছোট বা দুর্বল নয় যে তাকে যে কোনও রং বা যে কোনও বিষয়ের সঙ্গেই জুড়ে দেওয়া যাবে।” তাই সলমনের হাতে রামমন্দিরের ছবি খোদাই করা ঘড়ি নিয়ে কোনও আপত্তি নেই প্রতীকের।
আরও পড়ুন:
এই কথোপকথনেই প্রতীক জানান, শিল্পীদের ঝুঁকি নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। প্রতীক বলেছেন, “আমার একটি সিরিজ়ের সংলাপের কথা মনে পড়ছে। সংলাপটি ছিল,‘যে শিল্পী ঝুঁকি নিতে পারে না, সে বেশি দিন টিকে থাকতেও পারে না।’”
ওটিটি দুনিয়ার অতি পরিচিত অভিনেতা প্রতীক গান্ধী। ১১ এপ্রিল মুক্তি পেতে চলেছে তাঁর আরও একটি ছবি। ভারতীয় সমাজকর্মী জ্যোতিবা ফুলের উপর তৈরি জীবনীচিত্র এটি। জ্যোতিবার চরিত্রেই দেখা যাবে প্রতীককে। অভিনেতা জানান, এই চরিত্রে অভিনয় করতে বেশ বেগ পেতে হয়েছে তাঁকে কারণ সমাজমাধ্যমে কোথাও জ্যোতিবার কোনও ছবি বা ভিডিয়ো নেই।