বিক্রম এবং ঐন্দ্রিলা।
অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গালে ঘন চুমু খাচ্ছেন ঐন্দ্রিলা। কী কাণ্ড!
খুব শিগগিরিই বিয়ে করতে চলেছেন অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিয়ের শুভেচ্ছা জানিয়ে টুইটে সে কথা ফাঁস করেছেন অভিনেতা নিজেই। বুধবার জুটিতে গাড়িও কিনেছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘পরিবারের নতুন সদস্য।’
ঐন্দ্রিলা-বিক্রমের চুমুর ছবি আবার অঙ্কুশ ফলাও করে টুইটে শেয়ার করেছেন! ক্যাপশন দেখে কথা সরছে না অনুরাগীদের। অঙ্কুশের বাণী, ‘ও মা গো! টুরু লাভ!’ টুইট ট্যাগও করেছেন তিনি বিক্রম আর ঐন্দ্রিলাকে।
সত্যিই এমন কিছু ঘটেছে নাকি?
ইন্ডাস্ট্রির খবর, প্রায়ই এ রকম মজাদার কিছু না কিছু পোস্ট করেন অঙ্কুশ। তিন মাথা এক হলেও তাঁদের পোষ্য নিয়ে ভিডিয়ো করেন। কখনও এমনি খুনসুটিও চলে তাঁদের। সেই খুনসুটির ছবি, ভিডিয়ো দেখে জনতা জনার্দন বুঝে উঠতে পারে না, ঐন্দ্রিলা আসলে কার?
Omaaagooo Turuuu loveee.. 🤣🤣 @VikramChatterje @Love_Oindrila pic.twitter.com/yKRjRTXcEO
— ANKUSH #Magic (@AnkushLoveUAll) December 8, 2020
সবার কৌতূহল শেষে আছড়ে পড়ে অভিনেত্রীর উপর। ঐন্দ্রিলা কী করে সামলান পুরোটা?
এর আগে অভিনেত্রী জানিয়েছেন এমন কিছু শুনলেই হেসে বলেন, ‘‘আমি তো ওকে ভালবাসি। ধারাবাহিকে কত বার বিয়ে হল আমাদের! আসলে আমরা খুব ভাল বন্ধু। অঙ্কুশও জানে সেটা।’’
আরও পড়ুন:টুইট করে বায়ুসেনার কাছে ক্ষমা চাইলেন অনিল কপূর
অভিনেত্রীর আরও দাবি, ‘‘আমরা ন’বছরেরও বেশি সময় ধরে বন্ধু। আর এই কথাটাই আবার বলব যে, আমি বন্ধু বলেই সম্পর্কটা এত দিন টিকে গেল। প্রেমিকা হলে কবেই শেষ হয়ে যেত। ওর কাউকেই মনে ধরে না। ওর জন্য মেয়ে খুঁজে পাগল হয়ে গেলাম। এ বার কুমোরটুলিতে অর্ডার দিতে হবে। ধরেই নিয়েছি, ওর বিয়ে-টিয়ে হবে না। আগামী দশ বছরে আমার বিয়ে-বাচ্চা সব হয়ে যাবে। আমার বাচ্চাদের ওকে দিয়ে দেব। ও মানুষ করে দেবে। আর আমি শ্যুটিং করব।’’
আরও পড়ুন: দিলীপ কুমার ও রাজ কপূরের পৈতৃক বাড়ির দাম ধার্য করল পাকিস্তান
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy