নতুন ভূমিকায় কোয়েল। টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী এখন ফুটফুটে এক ছেলের মা। নিঃসন্দেহে জীবনের অন্যতম সেরা সময় তাঁর। দিন-রাত এখন তাকে জড়িয়েই কেটে যাচ্ছে অভিনেত্রীর।
হেমন্তের রোদ ঝলমলে দিনে তাই নিজের ‘সানসাইন’-এর ছবি পোস্ট করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ছেলেকে আদরে আগলে রেখেছেন তিনি। কোয়েলের পরনে অফ হোয়াইট রঙের সুতোর কাজ করা শাড়ি, কপালে ছোট্ট কালো টিপ। হলুদ পাঞ্জাবিতে ‘কবীর’ (কোয়েলের ছেলে) যেন এক রাজপুত্তুর। ছেলের দিকে একদৃষ্টে চেয়ে রয়েছেন কোয়েল। তাঁর ঠোঁট জুড়ে পরিতৃপ্তির হাসি।
ছোট্ট কবীর এখন থেকেই মায়ের মতো। কথা না বলতে শিখলেও নিজের মতো করেই মায়ের সঙ্গে সারারাত কথা বলে সে। জেগে থাকলে হয় তাকে কোলে নিয়ে ঘুরতে হবে, না হলে তার সঙ্গে কথা বলে যেতে হবে। এই একরত্তি ছেলের এখন থেকেই নানা আবদার। আনন্দবাজার ডিজিটালকে কোয়েল জানান, আসল-নকল পরখ করতে ওস্তাদ সে! সামনে টেডি বিয়ারকে বসিয়ে রেখে যদি মা একটু চোখের আড়াল হয়, তা হলেই ছেলের অভিমান। তাকে বোকা বানানো মুখের কথা নয়। মাঝ রাতে ঘুম থেকে উঠিয়ে দিয়েও কথা বলে যেতে হয় কবীরের সঙ্গে। মাকে তার চাই!
ছেলে জন্মানোর অনেকদিন অবধি তার জন্য নাম ঠিক করতে পারেননি কোয়েল-নিসপাল। অবশেষে অষ্টমীতে নিজের ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে ছেলের নাম প্রকাশ্যে আনেন টলিউডের হেভিওয়েট এই জুটি।
আরও পড়ুন: নায়কের স্ত্রীয়ের পছন্দ না হওয়ায় আমাকে ছবি থেকে বাদ পড়তে হয়েছে: তাপসী
জন্মের পর থেকে কবীরকে সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরেই রেখেছেন কোয়েল। খুব ঘন ঘন ছেলের ছবি পোস্ট করেতে দেখা যায় না তাঁকে। তাই দেখা মিললেই ছোট্ট কবীরকে ভালবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা । এ বারও তার অন্যথা হয়নি। কোয়েলের পোস্টে ইতিমধ্যেই শুভানুধ্যায়ীদের লাইক, কমেন্টের বন্যা।
আরও পড়ুন: হোম আইসোলেশনে সলমন! করোনা কাবু করল ‘দবং’ অভিনেতাকে?