Actor Anirban Bhattacharya And Rudranil Ghosh Share Sun Kissed Pics dgtl
বিয়ের পরে রোদে ভিজলেন অনির্বাণ, সঙ্গে গল্পকার রুদ্রনীল, তৈরি হচ্ছে নতুন ছবি?
অনির্বাণ আর রুদ্রনীলের যুগলবন্দি দেখা গিয়েছিল বিরসা দাশগুপ্তের ‘বিবাহ অভিযান’ ছবিতে। দু’জনের অভিনয়ও পছন্দ হয়েছিল দর্শকদের।
অনির্বাণ ও রুদ্রনীল।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ২০:৩৫
Share
Save
নায়িকার বদলে নায়কের সঙ্গে রোদে ভিজবেন অনির্বাণ? মঙ্গলবারের ইনস্টাগ্রাম স্টোরি যে সে দিকেই ইঙ্গিত করছে!
অল্প শীত। সকালের মিঠেকড়া রোদ। নিজেকে সেঁকে নিতে মন্দ লাগে না কারওরই। এই দলে নাম লেখাতেই পারেন সাধারণ থেকে সেলেব। তেমনই ‘সান কিসড’ ছবি মঙ্গলবার এক সঙ্গে সামাজিক পাতায় ভাগ করলেন অনির্বাণ ভট্টাচার্য আর রুদ্রনীল ঘোষ। ক্যাপশনও দু’জনেরই এক, ‘রোদ্দুর’।
দুটো ছবি পোস্ট হতেই সন্দেহজনক গন্ধ পেয়ে নড়ে বসেছেন নেটাগরিকেরা। প্রশ্নও ছুঁড়েছেন রুদ্রনীলকে, ‘‘রোদ্দুর নামক কিছু পাব এই শীতে? ওয়েব সিরিজ নাকি সিনেমা? অনির্বাণদাকেও দেখলাম সেম ক্যাপশন!’’
ফোনে রুদ্রনীলের থেকে ছোট্ট উত্তর মিলল নেটাগরিকদের প্রশ্নের, ‘‘অনেক দিন ধরেই ইচ্ছে অনির্বাণকে নিয়ে কাজ করার। কিন্তু পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে, দর্শক আবার আগের মতো হলে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ইচ্ছেটাই সার।’’
অনির্বাণ আর রুদ্রনীলের যুগলবন্দি দেখা গিয়েছিল বিরসা দাশগুপ্তের ‘বিবাহ অভিযান’ ছবিতে। দু’জনের অভিনয়ও পছন্দ হয়েছিল দর্শকদের। যদিও এই মুহূর্তে বড় পর্দার থেকেও পাল্লা ভারী ওটিটি প্ল্যাটফর্মের। রুদ্রনীলও কি সেদিকেই ঝুঁকবেন?
অভিনেতার কথায়, ‘‘অনির্বাণকে নিয়ে কাজ করলে বড় পর্দাতেই করব। চলতি সপ্তাহের শুক্রবারে সেই নিয়ে একটি মিটিংও হবে। এখনও প্রযোজক পাইনি। লক্ষ্মী না থাকলে শুধু সরস্বতীতে কি পেট ভরবে?’’
কথায় কথায় রুদ্রনীল জানালেন, সব ঠিক হয়েও আপাতত স্থগিত ইন্দ্রদীপ দাশগুপ্তের একটি নতুন ছবির কাজ। যে ছবিতে তিনি আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক সঙ্গে কাজ করবেন বলে কথা হয়েছিল।
আলাদা ভাবে ছবি পোস্ট করলেও দু’জনের ইনস্টাগ্রাম আরও একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে, রোদ্দুরে অনির্বাণ-রুদ্রনীল দু’জনেই ভিজবেন। এক সঙ্গে না আলাদা? হাসতে হাসতে হবু পরিচালকের জবাব, কোনও নায়িকা নয়, নায়কের সঙ্গেই ভিজবেন অনির্বাণ। সেই নায়ক কি পরিচালক নিজেই?
আবারও হেসে পাশ কাটালেও রুদ্রনীলের এ টুকু ফাঁস করলেন, ছবির গল্প তাঁরই।