কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ নয়ডার প্রতিষ্ঠানে ওই পদে কর্মী নিয়োগ করা হবে। নয়ডার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চের একটি গবেষণা প্রকল্পে নিযুক্তের কাজ চলবে। শূন্যপদ একটি।
প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। তাঁর সাইটোপ্যাথোলজি বিভাগে ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এর সঙ্গে প্যাথোলজি বিষয়ে ডক্টর অফ মেডিসিন (এমডি) কিংবা ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৭০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। নিযুক্তের কর্মস্থল হবে নয়ডার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চে। কেন্দ্র সরকারের নিয়মানুসারে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে পারিশ্রমিক পাবেন।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ৯ এপ্রিল প্রতিষ্ঠানের নয়ডার দফতরে সকাল সাড়ে ৯টায় উপস্থিত থাকা প্রয়োজন। ওই দিন কী কী নথি থাকা প্রয়োজন, সেই বিষয়ে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।