রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেডে চাকরির সুযোগ। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় দু’টি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের দেশের যে কোনও অংশে সংস্থার দফতরে কাজের সুযোগ মিলবে। আগ্রহীরা এর জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন।
সংস্থায় জেনারেল ম্যানেজার (কর্পোরেট স্ট্র্যাটেজি) এবং জেনারেল ম্যানেজার (বিজ়নেস ডেভেলপমেন্ট) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ দু’টি। নিযুক্তদের প্রথমে এক বছর ‘প্রবেশন’-এ রাখা হবে। তা যথাযথ ভাবে শেষ করতে পারলে তাঁদের ‘কনফার্মেশন’ দেওয়া হবে।
জেনারেল ম্যানেজার (কর্পোরেট স্ট্র্যাটেজি) এবং জেনারেল ম্যানেজার (বিজ়নেস ডেভেলপমেন্ট) পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৫০ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। উভয় পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১,২০,০০০-২,৮০,০০০ টাকা।
আরও পড়ুন:
জেনারেল ম্যানেজার (কর্পোরেট স্ট্র্যাটেজি) পদে আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স ডিগ্রি বা জিওসায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, ২০ বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। একই ভাবে অন্য পদটিতে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় বা মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৪ মার্চ। বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।