চাকরির সুযোগ রয়েছে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের কলাক্ষেত্র ফাউন্ডেশনে। চেন্নাইয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনস্থ রুক্মিণী দেবী কলেজ অফ ফাইন আর্টসের জন্য এই নিয়োগ। সেই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
দু’জন ভরতনাট্যম শিক্ষক নিয়োগ করা হবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই নিয়োগ। চুক্তিভিত্তিক কাজ করতে হবে। সপ্তাহে সোম, বুধ এবং শুক্রবার করে ক্লাস করাতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভরতনাট্যমে ডিপ্লোমা থাকতে হবে। নূন্যতম পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়াও কার্নাটিক মিউজ়িক ভোকাল এবং কার্নাটিক মিউজ়িক ভায়োলিন বিভাগে চার জন শিক্ষক নিয়োগ হবে। তাঁদের এবং বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে কলাক্ষেত্র ফাউন্ডেশন-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১৫ মে ’২৫ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলাক্ষেত্র ফাউন্ডেশন-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।