স্নাতকোত্তীর্ণদের জন্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ প্রতিষ্ঠান সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই)-এর একটি প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। এর জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
প্রতিষ্ঠানের প্রকল্পটির নাম—’এস্ট্যাবলিশমেন্ট অফ সিএসআইআর-সিজিসিআরআই আর্কাইভস’। প্রকল্পটি স্পনসর করবে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)।
প্রকল্পে নিয়োগ হবে সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদ রয়েছে একটি। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। এই পদে প্রাথমিক ভাবে চার মাসের জন্য কর্মী নিয়োগ করা হলেও প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়তে পারে। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ১৮,০০০ টাকা সাম্মানিক ছাড়াও বাড়িভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।
আরও পড়ুন:
-
সারফেস ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত স্বল্পমেয়াদি অনলাইন কোর্স চালু আইআইটি খড়্গপুরের
-
কলকাতায় কেন্দ্রীয় সংস্থা ভেল-এ কর্মী নিয়োগ, কোন পদে চাকরির সুযোগ রয়েছে?
-
কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে একাধিক পদে কর্মখালি, শূন্যপদ কতগুলি?
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারি প্রকল্পে কাজের সুযোগ, নিয়োগ ছ’টি শূন্যপদে
-
ইগনুতে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ, শূন্যপদ ৩৫টি
-
চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্সের অধীনস্থ রেলওয়ের স্কুলে শিক্ষক নিয়োগ, রইল বিশদ
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়া ডিএসএলআর/ মিররলেস যন্ত্র দিয়ে ফোটোগ্রাফি, কম্পিউটারে লাইটরুম এবং ফোটোশপের মতো এডিটিং সফটওয়্যারের ব্যবহার এবং বিভিন্ন ইলেকট্রনিক প্ল্যাটফর্মে সমস্ত কনটেন্ট শেয়ার করার দক্ষতাও থাকতে হবে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ১০ নভেম্বর। এই পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। নিয়োগের ইন্টারভিউ হবে আগামী ১০ নভেম্বর। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে প্রতিষ্ঠানে পৌঁছতে হবে প্রার্থীদের। সঙ্গে রাখতে হবে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি। নিয়োগের শর্তাবলি সংক্রান্ত বাকি তথ্য জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে হবে।