ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ কর্মখালি। প্রতিষ্ঠানের নয়ডার কর্পোরেট অফিসে কাজের জন্য প্রজেক্ট ম্যানেজার প্রয়োজন। ওই পদে এক জনকেই নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের হিউম্যান রিসোর্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। একই সঙ্গে তাঁর ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে। প্রাথমিক ভাবে ছ’মাসের চুক্তিতে তাঁর কাজ চলবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগ্রহীদের ডাকযোগে আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য ২৯৫ টাকা। আবেদনের শেষ দিন ৬ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে বেসিল-এর ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।