একশোর বেশি শূন্যপদে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র জমা দেওয়া যাবে অনলাইনে। নিয়োগ করা হবে দেশের বিভিন্ন রাজ্যে।
ডেপুটি ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসর, প্রাইভেট ব্যাঙ্কার-রেডিয়েন্স প্রাইভেট, গ্রুপ হেড, টেরিটোরি হেড, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট, প্রোডাক্ট হেড, পোর্টফোলিয়ো রিসার্চ অ্যানালিস্ট পদে নিয়োগ করা হবে। সব ক’টি পদেই চুক্তির ভিত্তিতে তিন বছরের জন্য কাজের সুযোগ রয়েছে। প্রয়োজন অনুযায়ী চুক্তিভিত্তিক মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতিটি পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা ও বয়সের মাপকাঠি আলাদা আলাদা নির্ধারণ করা রয়েছে। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ এপ্রিল ২০২৫। এই সংক্রান্ত সবিস্তার তথ্য ও শর্তাবলি জানতে ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটটি দেখতে পারেন।