রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে একাধিক পদে কর্মখালি। সংস্থার স্ট্র্যাটিজিক বিজ়নেস ইউনিটে ট্র্যাভেল এবং ভ্যাকেশন বিভাগে কর্মীদের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সম্প্রতি সে সংক্রান্ত বেশ কয়েকটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় কর্মী নিয়োগ করা হবে অফিসার সেলস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস, অফিসার/ জুনিয়র অফিসার (ট্র্যাভেল) এবং জুনিয়র অফিসার ট্র্যাভেল পদে। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ২৫টি। দেশের বিভিন্ন শহরে উক্ত পদমর্যাদাগুলিতে কর্মীদের পোস্টিং হবে। এর মধ্যে কলকাতা ছাড়াও রয়েছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, হায়দরাবাদ এবং চেন্নাই। বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩০ বা ৩২ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রার্থীদের চুক্তির ভিত্তিতে এই পদগুলিতে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। নিযুক্তদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রতি মাসের পারিশ্রমিক স্থির করা হবে।
আরও পড়ুন:
-
কেন্দ্রের আইসিএআর অধীনস্থ প্রতিষ্ঠান আইএআরআইতে কাজের সুযোগ, নিয়োগ কোন কোন পদে?
-
শিবপুর আইআইইএসটিতে গবেষণার সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
-
প্রসার ভারতীতে উচ্চপদে কর্মখালি, কোন পদে, কতজনকে নিয়োগ করা হবে?
-
আইআইটি খড়্গপুরে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ, রইল বিশদ
-
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ, নিয়োগ কোন বিভাগের জন্য?
প্রতিটি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার পৃথক মাপকাঠি বিস্তারিত জানানো হয়েছে মূল বিজ্ঞপ্তিতে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ বিভিন্ন পদে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৬ ডিসেম্বর। বাছাই প্রার্থীদের এর পর ইন্টারভিউ অথবা পরীক্ষার মাধ্যমে সমস্ত পদে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।