বাঁকুড়া জেলায় কর্মখালি। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। হাসপাতালে একটি পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে অবসরপ্রাপ্তেরা কাজের সুযোগ পাবেন।
ফেসিলিটি ম্যানেজার পদে হাসপাতালে কর্মী নিয়োগ হবে। মোট শূন্যপদ পাঁচটি। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের হাসপাতালে এক বছরের চুক্তিতে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের পারিশ্রমিক হিসাবে মাসে ১৪,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
-
স্কুলমণ্ডপ সজ্জায় বাংলার ঐতিহ্য ও দক্ষিণী শিল্পকলার উত্তুরে বাতাস, শামিল প্রাক্তন শিক্ষক-শিক্ষিকারাও
-
উত্তর-পূর্ব রেলে এক হাজারেরও বেশি শূন্যপদ, কী ভাবে আবেদন করবেন?
-
ক্যানভাসে রঙের প্রলেপ, মাটি লেপে মূর্তির সাজ, জমজমাট আইআইইএসটি শিবপুরের আর্ট ফেস্টিভ্যাল
-
রোবোটিক্স চর্চায় গতি আনতে মউ স্বাক্ষর, চালু হল কো-ইনোভেশন সেন্টার
ফেসিলিটি ম্যানেজার পদে আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে তাঁদের কোনও সরকারি মেডিক্যাল কলেজ বা সরকারি টিচিং হসপিটালের অবসরপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার আধিকারিক হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
নিয়োগের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ১৭ ফেব্রুয়ারি হাসপাতালে ইন্টারভিউয়ের জন্য আগ্রহীদের সরাসরি উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল সাড়ে ১১টার মধ্যে পৌঁছে যেতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে পারেন।