Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

রাজ্যের প্রকল্প নিয়ে খোঁজ নিচ্ছে তৃণমূল 

আবাস যোজনা তালিকায় যাঁদের নাম রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেবে

রোদ উপেক্ষা করে ঘুরছেন তৃণমূল নেতাকর্মীরা। নওদায়।

রোদ উপেক্ষা করে ঘুরছেন তৃণমূল নেতাকর্মীরা। নওদায়। নিজস্ব চিত্র।

মফিদুল ইসলাম
হরিহরপাড়া শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ০৯:১৬
Share: Save:

প্রখর রোদ, গরমকে উপেক্ষা করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করে দোরে দোরে ঘুরছেন তৃণমূল নেতাকর্মী, জনপ্রতিনিধিরা। লক্ষ্মীর ভান্ডার, কৃষকবন্ধু, কন্যাশ্রী সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প পাচ্ছেন কি-না বাড়ি বাড়ি গিয়ে তা জিজ্ঞাসা করছেন তৃণমূল নেতাকর্মীরা। হরিহরপাড়ার বিহারিয়া অঞ্চলের অঞ্চল তৃণমূল সভাপতি জসিমুদ্দিন শেখ বলেন, “আমরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের জিজ্ঞেস করছি তাঁরা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন কি-না। কেউ কোনও প্রকল্পের সুবিধা না পেলে আমরা তা লিপিবদ্ধ করছি। প্রার্থীকে ভোট দেওয়ারও আবেদন রাখছি।”

নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ শেখ বলেন, ‘‘আবাস যোজনা তালিকায় যাঁদের নাম রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেবে।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

প্রার্থীকে ছাড়াই বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন নওদা ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান শেখ। তবে সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, “মানুষের কর্ম সংস্থান চায়। তা ছাড়া আবাস যোজনায় কাটমানি খেয়েছে তৃণমূল সব স্তরের নেতারা।’’ বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, “তৃণমূল নেতারা কী পরিমাণ দুর্নীতি করেছেন তা সবার জানা।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE