Advertisement
Back to
Mamata Banerjee in Balurghat

মধ্যরাতে মহিলাদের বাড়ি গিয়ে অত্যাচার করবে, তাঁরা ইজ্জত বাঁচাবেন না! ভূপতিনগর প্রসঙ্গে মমতা

মূল ঘটনা

১৩:২০ সর্বশেষ
এনআইএ অত্যাচার করলে মহিলারা কি শাঁখা-বালা পরে বসে থাকবে? প্রশ্ন করলেন মমতা
১৩:০৩
আপনারা বাংলার গদ্দার, কুলাঙ্গার: মমতা
১৩:০১
সুকান্ত-শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার
১২:৫৮
মোদীর গ্যারান্টি নয়, আমার গ্যারান্টি মানুষ: মমতা
১২:৫৫
‘মোদী যদি জোর করে ভোট করো...’ হুঁশিয়ারি মমতার
১২:৪৯
বালুরঘাটে নাম না করে সুকান্ত এবং শুভেন্দুকে আক্রমণ মমতার
১২:৪৭
ক্ষমতা থাকলে গণতন্ত্রের লড়াই করে জেতো: মমতা
১২:৪৫
আমরা নিরপেক্ষ কমিশন চাই, বিজেপির কমিশন চাই না: মমতা
১২:৪৩
হামলা মহিলারা করেননি, হামলা করেছে এনআইএ: মমতা
১২:৩৬
বিধানসভায় নন্দীগ্রামের প্রসঙ্গে নাম না করে শুভেন্দুকে আক্রমণ মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১৬:০০
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১৩:২০ key status

এনআইএ অত্যাচার করলে মহিলারা কি শাঁখা-বালা পরে বসে থাকবে? প্রশ্ন করলেন মমতা

বালুরঘাটের মঞ্চে ভূপতিনগর নিয়ে এনআইএকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, ‘‘ওখানে মহিলারা হামলা করেননি। আসলে হামলা করেছে এনআইএ। মধ্যরাতে গিয়ে যদি মহিলাদের বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না।’’

মমতা এ-ও বলেছেন, ভূপতিনগরে মাঝরাতে এনআইএর অভিযান আসলে করানো হয়েছে বিজেপিকে ভোটে সাহায্য করার জন্য। মমতা বলেন, ‘‘কবে কোথায় মেদিনীপুরে একটা চকোলেট বোমা ফেটেছে, তার তদন্ত করতে এই ভোটের মুখে মাঝরাতে ছুটে আসতে হল এনআইএকে?’’

এ প্রসঙ্গে ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, ‘‘আমরা বিজেপির কমিশন চাই না। আমরা নিরপেক্ষ কমিশন চাই।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতার করিয়ে ভোটের দখল নেওয়ার অভিযোগও করেছেন ক্ষুব্ধ মমতা। তিনি বলেন, ‘‘ভোটের আগে তৃণমূলের নেতা-কর্মীদের গ্রেফতার করা চলবে না। দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করা চলবে না।’’ এমনকি, প্রধানমন্ত্রীকে ‘গায়ের জোরে, বদমাইশি করে’ ভোট দখল করার অভিযোগও করেন মমতা।

 

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১৩:০৩ key status

আপনারা বাংলার গদ্দার, কুলাঙ্গার: মমতা

সুকান্ত এবং শুভেন্দুকে এক বন্ধনীতে রেখে আক্রমণ মমতার। বললেন, ‘‘আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার। আপনারা বাংলার কুলাঙ্গার। আপনারা বাংলার ভাল চান না। আপনারা উত্তরবঙ্গের ভাল চান না। আপনারা দক্ষিণবঙ্গেরও ভাল চান না।’’

Advertisement
timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১৩:০১ key status

সুকান্ত-শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার

সুকান্তের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে তাঁকে চ্যালেঞ্জ করলেন মমতা। বললেন, ‘‘চ্যালেঞ্জ করছি সুকান্তবাবুকে। ভোট দেওয়ার আগে বলেননি আপনি আর গদ্দার, বাংলাকে ১০০ দিনের টাকা দেওয়া যাবে না? বাংলার বাড়ি দেওয়া যাবে না? রাস্তা দেওয়া যাবে না? সারি-সারনা ধর্ম নিয়ে কখনও কথা বলেছেন?’’

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১২:৫৮ key status

মোদীর গ্যারান্টি নয়, আমার গ্যারান্টি মানুষ: মমতা

মমতা বললেন, ‘‘আমার গ্যারান্টি মানুষ। আমার গ্যারান্টি মা মাটি মানুষের গ্যারান্টি।’’ 

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১২:৫৫ key status

‘মোদী যদি জোর করে ভোট করো...’ হুঁশিয়ারি মমতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গায়ের জোরে ভোট করাচ্ছেন বলে অভিযোগ করলেন মমতা। বললেন, ‘‘মোদী জোর করে ভোট করে, এজেন্সি দিয়ে ভোট করে, গ্রেফতার করে ভোট করে, গ্যারান্টির নামে এনআরসি করে, বদমাইশি করে, নির্বাচন দখল করে।’’ 

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১২:৪৯ key status

বালুরঘাটে নাম না করে সুকান্ত এবং শুভেন্দুকে আক্রমণ মমতার

বালুরঘাটে নাম না করে সুকান্ত এবং শুভেন্দুকে আক্রমণ করলেন মমতা। বললেন, ‘‘আপনাদের এখানে ওই কুসান্তবাবু আছেন, আর ও দিকে আছে গদ্দার। এরা মনে করে, যা বলবে তা-ই করতে হবে। গায়ের জোরে চালাবে।’’

Advertisement
timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১২:৪৭ key status

ক্ষমতা থাকলে গণতন্ত্রের লড়াই করে জেতো: মমতা

বিজেপিকে আক্রমণ করে মমতা বললেন, ‘‘ক্ষমতা থাকলে গণতন্ত্রের লড়াই করে জেতো। তৃণমূলের নেতা-কর্মীদের গ্রেফতার করবে না। দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করবে না। বিরোধী দলের নেতাদের গ্রেফতার করবে না।’’

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১২:৪৫ key status

আমরা নিরপেক্ষ কমিশন চাই, বিজেপির কমিশন চাই না: মমতা

মমতা বললেন, ‘‘ভোটের আগে তৃণমূলের সমস্ত এজেন্টদের গ্রেফতার করতে হবে। নেতাদের গ্রেফতার করতে হবে? আমরা নিরপেক্ষ কমিশন চাই। এই বিজেপির কমিশন চাই না।’’ 

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১২:৪৩ key status

হামলা মহিলারা করেননি, হামলা করেছে এনআইএ: মমতা

ভূপতিনগরে এনআইএর উপরে হামলা নিয়ে প্রতিক্রিয়া জানালেন মমতা। বললেন, ‘‘ওখানে মহিলারা হামলা করেননি। হামলা করেছে এনআইএ। মধ্যরাতে যদি মহিলাদের বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না।’’ 

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১২:৩৬ key status

বিধানসভায় নন্দীগ্রামের প্রসঙ্গে নাম না করে শুভেন্দুকে আক্রমণ মমতার

মমতা বললেন, ‘‘লোডশেডিং করিয়ে ওরা বাক্স দখল করে, ভাল করে পাহারা দেবেন।’’ 

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১২:৩৪ key status

এনআইএ-র উপর হামলা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

মমতা বললেন, ‘‘গদ্দারেরা জানে হারবে, তাই কোথায় কবে মেদিনীপুরে চকোলেট বোমা ফেটেছিল, তাই বাড়ি বাড়ি এনআইএ ঢুকিয়ে দিয়েছে।’’ 

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১২:২৭ key status

এক সময় ভোটে আপনারা জিতিয়েছিলেন: মমতা

বালুরঘাটে আগের বারের জয়ী সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বললেন, ‘‘তপনে আগেও এসেছিলাম। এখানে আগে আপনারা আমাকে জিতিয়েছেন। কিন্তু প্রার্থী অন্য দলে চলে যান। হেরে যান।’’

timer শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ১২:২৫ key status

উত্তরবঙ্গে মমতার তৃতীয় দফার প্রচার শুরু

উত্তরবঙ্গে মমতার প্রচার শুরু হয়েছিল কোচবিহার থেকে। সেখান থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি হয়ে শনিবার মমতা পৌঁছলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তপনে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy