বাঁ দিক থেকে দেব, হিরণ, শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী। — ফাইল চিত্র।
মধ্যপ্রদেশের ভোপালে প্রার্থী নন বর্তমান সাংসদ প্রজ্ঞা ঠাকুর। বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই শিরোনামে আসেন তিনি। আসন্ন ভোটে সেখানে প্রার্থী অলোক শর্মা।
অসমে প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি ডিব্রুগড় কেন্দ্রের প্রার্থী।
উত্তরপ্রদেশের খেরিতে আবার প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনি। ২০২১ সালে কৃষকদের গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগে জেলে রয়েছেন টেনির ছেলে আশিস। কৃষকহত্যায় অভিযুক্তের শাস্তির দাবিতে সরব কৃষকেরা। তার মধ্যেই ফের টেনিকে প্রার্থী করা হল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়কে লোকসভা ভোটে প্রার্থী করল বিজেপি। এখন তিনি রাজ্যসভার সাংসদ। গুজরাতের পোরবন্দর থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। গুজরাতের গান্ধীনগরে প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন জিতলেও মুখ্যমন্ত্রী করা হয়নি শিবরাজ সিংহ চৌহানকে। এ বার তাঁকে লোকসভা ভোটে প্রার্থী করল বিজেপি। মধ্যপ্রদেশের বিদিশা থেকে তিনি প্রার্থী হয়েছেন। গুনা থেকে ভোটে লড়ছেন জ্যোতিরাদিত্য শিন্ডে। আলওয়ারে টিকিট দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ ভূপেন্দ্র যাদবকে।
ত্রিপুরায় রয়েছে দু’টি লোকসভা আসন। একটি আসনে প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
বনগাঁয় আবার শান্তনু ঠাকুরকে টিকিট দিল বিজেপি। তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী।
ঘাটালে তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরণ। এখন তিনি খড়্গপুরের বিজেপি বিধায়ক।
কাঁথি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। কোচবিহারে নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, মালদহ উত্তরে খগেন মুর্মু, মালদহ দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী, মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ, বহরমপুরে নির্মল সাহা, রানাঘাটে জগন্নাথ সরকার, জয়নগরে অশোক কান্ডারী, যাদবপুরে অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হাওড়ায় রথীন চক্রবর্তী, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়, বাঁকুড়ায় সুভাষ সরকার, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, আসানসোলে পবন সিংহ, বোলপুরে প্রিয়া সাহা প্রার্থী।
উত্তরপ্রদেশের ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করছে বিজেপি। রামপুরে ঘনশ্যাম লোদী, আমরোহায় কুণওয়ারসিয়া কুনওয়ার, বুলন্দশহরে ভোলা সিংহ, মথুরায় প্রার্থী হেমা মালিনী, আগরায় সত্যপাল সিংহ বঘেল প্রার্থী। সীতাপুরে প্রার্থী রাজেশ বর্মা, হরদৈতে জয়প্রকাশ রাওয়াত, অমেঠীতে স্মৃতি ইরানি, উন্নাওয়ে সাক্ষী মহারাজ, লখনউয়ে রাজনাথ সিংহ, ফতেপুরে সাধ্বী নিরঞ্জন সিংহ জ্যোতি, ফৈজাবাদে লাল্লু সিংহ, স্রাবস্তীতে সাকেত মিশ্র, গোণ্ডায় কীর্তিবর্ধন শ্রিয়া, বস্তিতে হরিশ দ্বিবেদী, মহারাজগঞ্জে পঙ্কজকুমার চৌধুরী, গোরক্ষপুরে রবি কিষেণ, লালগঞ্জে নীলম সোনকর, আজমগড়ে দীনেশলাল যাদব, সালেমপুরে রবীন্দ্র কুশওয়াহা প্রার্থী।
প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরী স্বরাজকে টিকিট দিল বিজেপি। নয়াদিল্লি কেন্দ্রে তিনি প্রার্থী। বাঁসুরী পেশায় আইনজীবী। দিল্লির আর এক কেন্দ্রে প্রার্থী মনোজ তিওয়ারি।
কিরেন রিজিজু অরুণাচল প্রদেশ থেকে দাঁড়াবেন। অরুণাচল প্রদেশ পশ্চিম কেন্দ্রের প্রার্থী তিনি।
দিল্লিতে পাঁচ ও উত্তরাখণ্ডে তিন আসনে প্রার্থী ঘোষণা করছে বিজেপি।
বিজেপি ঘোষিত প্রথম তালিকায় নাম রয়েছে ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর। ৪৭ জন তরুণ নেতা প্রার্থী।
বাংলায় ২০ আসনের প্রার্থী ঘোষণা করছে বিজেপি।
বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ এবং ২০১৯ সালেও ওই কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছিলেন তিনি।
যে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করছে বিজেপি শনিবার, তাঁদের মধ্যে ২৮ জন মহিলা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy