গ্রাফিক: সনৎ সিংহ।
লোকসভা ভোটের আগে বিজেপি ছাড়লেন হরিয়ানার প্রভাবশালী জাঠ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধরি বীরেন্দ্র সিংহ। সোমবার বিজেপির প্রাথমিক সদস্যপদ ছেড়ে ইস্তফা দেওয়ার ঘোষণা করে তিনি বলেন, ‘‘মঙ্গলবার আমি কংগ্রেসে যোগ দেব।’’
২০১৪-র লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বীরেন্দ্র। ২০১৪-১৯ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভায় গ্রামোন্নয়ন, পঞ্চায়েতি রাজ, ইস্পাত-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন। বিজেপির টিকিটে দু’দফায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু ২০২০ সালের পর তাঁকে আর সংসদের উচ্চকক্ষে টিকিট দেয়নি বিজেপি।
বীরেন্দ্রের স্ত্রী প্রেমলতা হরিয়ানার ২০১৪-১৯ হরিয়ানার বিজেপি বিধায়ক ছিলেন। পুত্র বিজেন্দ্রকে ২০১৯ সালে হিসার কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। জেজেপি-র দুষ্যন্ত চৌতালাকে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। মার্চ মাসে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বীজেন্দ্র। লোকসভা ভোটের আগে প্রয়াত জাঠ নেতা ছোটুরামের পরিবারের কংগ্রেস যোগদান হরিয়ানায় বিজেপিকে অস্বস্তিতে ফেলতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy