হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র সুযোগ। ইংরেজি-সহ একাধিক বিষয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোন কোন বিষয়ে ক’টি আসন:
ইংরেজি: ৬টি
তেলুগু: ১৯টি
উর্দু: ৩টি
অ্যাপ্লায়েড লিঙ্গুইস্টিক্স: ৮টি
ইতিহাস: ৮টি
রাষ্ট্রবিজ্ঞান: ১০টি
সমাজবিদ্যা: ২০টি
অ্যান্থ্রোপলোজি: ৯টি
এডুকেশন: ২টি
রিজিয়োনাল স্টাডিজ়: ৫টি
ইন্ডিয়ান ডায়াসপোরা: ২টি
সোশ্যাল এক্সক্লুশন অ্যান্ড ইনক্লুসিভ পলিসি: ৪টি
জেনারেল স্টাডিজ়: ৫টি
অর্থনীতি: ২৮টি
নৃত্যকলা: ৩টি
ভর্তির জন্য প্রত্যেক প্রার্থীকেই প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে। ভুবনেশ্বর, কোচি, কলকাতা, হায়দরাবাদ, পটনা, দিল্লি এবং গুয়াহাটিতে প্রবেশিকা গৃহীত হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রার্থীকে প্রথমে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ সেপ্টেম্বর ’২৪। ১৯ এবং ২০ অক্টোবর প্রবেশিকা আয়োজিত হবে। ইন্টারভিউ হবে ১৮ এবং ২১ নভেম্বর। ১০ এবং ১১ ডিসেম্বর ভর্তির কাউন্সেলিং হবে। ক্লাস শুরু হবে ২ জানুয়ারি থেকে।
এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy