কোর্সে প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীরা। নিজস্ব চিত্র।
কম খরচে মাশরুম চাষের পদ্ধতি শেখার সুযোগ। যাঁরা উদ্যানপালনের বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহী, তাঁদের জন্য একাধিক কোর্স চালু করল রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়। এই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তিও জারি হয়েছে। তাতে বলা হয়েছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক্সটেশন উইং দ্য সেন্টার অফ ফ্লোরিকালচার অ্যান্ড এগ্রিবিজ়নেস ম্যানেজমেন্টের তরফে এমন ১১টি সার্টিফিকেট কোর্স করানো হবে। কোর্সের তালিকা নীচে দেওয়া হল।
উল্লিখিত কোর্সগুলি ৬ থেকে ৩০ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ হবে। দেড় হাজার থেকে ৩ হাজার টাকার মধ্যে কোর্স ফি ধার্য করা হয়েছে। কারা এই কোর্সগুলি করতে পারবেন, কী ভাবে আবেদন করবেন, সেই সম্পর্কে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওই দফতরের প্রধান অমরেন্দ্র পাণ্ডে। তিনি বলেন, “তরুণ-তরুণীদের স্বর্নিভর করার লক্ষ্যেই চলতি শিক্ষাবর্ষ থেকে এই কোর্সগুলি চালু করা হচ্ছে। তাঁদের কৃষিকাজ, উদ্যানপালন সম্পর্কিত বিষয়ে উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি শেখানোর কথা মাথায় রেখে কোর্সের বিষয়বস্তু সাজানো হয়েছে। তাই এই বিষয়ে আগ্রহ রয়েছে, এমন যে কেউ কোর্সটি করতে পারবেন। এই কারণেই আলাদা করে কোনও শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি উল্লেখ করা হয়নি।”
কোর্সে আবেদনের শেষ দিন কবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে অমরেন্দ্র জানান, সারা বছরই এই কোর্সগুলির ক্লাস করানো হবে। তাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে আলাদা করে আবেদন গ্রহণের কোনও শেষ দিন উল্লেখ করা হয়নি।
আগ্রহীদের ইমেল মারফত জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের তরফে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy