৬৫ ইঞ্চির স্মার্টটিভি আনতে চলেছে শাওমি। ছবি- সংগৃহীত।
ক্রমাগত নিজেকে উন্নত করে আজ ভারতে টেক মার্কেটে একটি বিশেষ জায়গা করে নিয়েছে চিনা কোম্পানি শাওমি। ইন্টারন্যাশনাল ডেটা করপরেশনের সদ্য প্রকাশিতএকটি রিপোর্টে বলা হয়েছে, ভারতের স্মার্ট টিভির বাজারে এখন প্রথম স্থানে রয়েছে শাওমি।
শাওমির আগামী পরিকল্পনা,১৭ সেপ্টেম্বর ভারতের বাজারে নতুন এমআই টিভি লঞ্চ করা। শুধু টিভি নয় বরং এর সঙ্গে থাকছে আরও অনেক প্রডাক্ট। শাওমির গ্লোবাল ভিপি এবং ভারতের এমডি মনুকুমার জৈন নিজে এই খবরটি টুইটারে প্রকাশ করেছেন।
টুইটারে একটি ভিডিয়ো প্রকাশ করে মনু জানিয়েছেন, শাওমি তাদের সবচেয়ে বড় এবং সেরা টিভির মডেলটি ভারতে নিয়ে আসতে চলেছে। যেটায় রয়েছে ৪কে প্যানেল। এছাড়া তিনি এই টিভিটির ফিচার সম্পর্কে বেশি কিছু বলেননি। তিনি ভিডিয়োতে জানিয়েছেন, যদি এই ভিডিয়োটি ৬৫ হাজার বার রিটুইট করা হয় তা হলে এটি লঞ্চ হওয়ার আগেই তিনি এই টিভির বিস্তারিত ফিচার জানাবেন।
আরও পড়ুন: কোয়াড ক্যামেরা নিয়ে এল ওপোর দুই নয়া ফোন
দেখুন সেই ভিডিয়ো-
Mi fans, here's @manukumarjain about to unveil the biggest and the best #MiTV in India yet.
— Mi TV India (@MiTVIndia) September 10, 2019
Want him to unveil it before the launch? RT and tell us why you ️ Mi TV with #MiTV and #SmarterLiving.
'65',000 RTs and we will reveal. pic.twitter.com/9apV3hRvqR
এর থেকেই একটা ইঙ্গিত পাওয়া যায় যে নতুন এই টিভিটি হতে চলেছে ৬৫ ইঞ্চির। বর্তমানে ভারতের বাজারে শাওমি তাদের সবচেয়ে বড় যে টিভিটি বিক্রি করে চলেছে সেটি হল এমএই টিভি ৪ প্রো এবং এমআই টিভি ৪এক্স প্রো। যার দৈর্ঘ্য ৫৫ ইঞ্চি।
এছাড়াও আশা করা হচ্ছে এই লঞ্চ ইভেন্টে শাওমি তাদের নতুন এমআই ব্যান্ড ৪ কেও লঞ্চ করতে পারে।
আরও পড়ুন: আইফোন ইলেভেনের নয়া সম্ভার আসছে ভারতে, দেখে নিন দাম ও ফিচার
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy