শেয়ার বাজারের টানা পতন শুক্রবার, অষ্টম দিনেও। সেনসেক্স ১৯৯.৭৬ পয়েন্ট পড়ে নেমেছে ৭৬ হাজারের নীচে (৭৫,৯৩৯.২১)। নিফ্টি ১০২.১৫ নেমে ২২,৯২৯.২৫ অঙ্কে। আট দিনে বিএসই-র লগ্নিকারীরা হারিয়েছেন ২৫.৩১ লক্ষ কোটি টাকা। তবে শুক্রবার বেড়েছে ডলারের সাপেক্ষে টাকার দর। প্রতি ডলার ২১ পয়সা কমে হয়েছে ৮৬.৭১ টাকা। বিশ্ব বাণিজ্য নিয়ে চিন্তা এবং বিদেশি লগ্নিকারীদের পুঁজি প্রত্যাহার সূচকের পতনের অন্যতম কারণ হলেও, সংশ্লিষ্ট মহলের মতে ভারত-আমেরিকা বৈঠকে ইতিবাচক কিছু দিক রয়েছে। আগামী দিনে সে দিকে নজর থাকবে বাজারের।
যদিও শেয়ারের পতনের মধ্যেই নজির গড়ে চলেছে সোনা। শুক্রবার কলকাতায় ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) ৪৫০ টাকা বেড়ে পৌঁছেছে ৮৬,৭৫০ টাকায়। একই হারে বেড়ে গয়নার সোনা (২২ ক্যারাট) হয়েছে ৮২,৪৫০ টাকা। সব দরই জিএসটি যোগ করে আরও বেশি। ফলে ক্রেতা-বিক্রেতা এবং গয়নার কারিগরদের উদ্বেগ বাড়ছে।
বিশেষজ্ঞ কমল পারেখ বলেন, “বিদেশি লগ্নিকারীরা চলতি সপ্তাহে ভারতের বাজার থেকে তুলেছে ২১,০০৪.২৩ কোটি টাকা। যা সূচকের পতনের প্রধান কারণ।’’ বিশেষজ্ঞ আশিস নন্দীর কথায়, “আমেরিকার শুল্ক নীতির পাশাপাশি সংস্থাগুলির ফল আশানুরূপ না হওয়ায় হতাশা তৈরি হয়েছে বাজারে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)