Advertisement
২৬ নভেম্বর ২০২৪
Tata Motors

বৈদ্যুতিক গাড়ির আসরে এবার টাটা মোটরস

ভারতে গাড়ির বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে টাটা। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যেই এইরকম প্রায় চারটি গাড়ি বাজারে আনতে চলেছে।

বাজারে আসতে চলেছে টাটা মোটরসের নতুন বৈদ্যুতিক গাড়ি। ছবি: শাটারস্টক।

বাজারে আসতে চলেছে টাটা মোটরসের নতুন বৈদ্যুতিক গাড়ি। ছবি: শাটারস্টক।

সংবাদসংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ১৭:২০
Share: Save:

ইলেকট্রিক গাড়ির জগতে এ বার পা রাখতে চলেছে টাটা মোটরস। ভারতে গাড়ির বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে টাটা। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যেই এইরকম প্রায় চারটি গাড়ি বাজারে আনতে চলেছে। টাটা মোটরসের ৭৪তম বার্ষিক সম্মেলনে চেয়ারম্যান এন.চন্দ্রশেখরন নেক্সন ইভি, অলট্রোজ ইভি, এবং টাইগর ইভি যদিও চতুর্থ গাড়িটি এখনও প্রকাশ করেননি এই গাড়ি প্রস্তুতকারক সংস্থা। এর আগে জেনিভাতে এক মোটর প্রদর্শনীতে অলট্রোজ ইভি প্রকাশ করে টাটা মোটরস। এরপর এই নতুন নেক্সন ইভির প্রথম ঝলক আনে এই ভারতীয় গাড়ি নির্মাতা সংস্থা।

আরও পড়ুন: ফি বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে শিল্প

এই হ্যাচব্যাক গাড়িটি একবার চার্জ দিলেই ২৫০-৩০০ কিলোমিটার পাড়ি দিতে পারবে। এই গাড়িতে থাকছে ফাস্ট চার্জিং। ফলে গাড়িটির ৮০% চার্জ সম্পূর্ণ হতে সময় লাগবে মাত্র ৬০ মিনিট। অলট্রোজ ইভি এবং নেক্সন ইভি দু'টি গাড়ির দাম রাখা হয়েছে ১৫ লক্ষ টাকা(এক্স শোরুম প্রাইস দিল্লি)। তবে বাজারে আসতে এখনও প্রায় ১২ থেকে ১৮ মাস লেগে যেতে পারে বলে সংস্থা সূত্রে খবর। অপর দিকে টাইগর ইভি বিভিন্ন ব্যবসায়িক কোম্পানিতে ব্যবহার শুরু হয়ে গেছে। ৯লক্ষ ৯৯ হাজার থেকে ১০লক্ষ ৯ হাজার টাকার ভিতর পাওয়া যাবে এই গাড়ি। এই গাড়িটি এক চার্জে পাড়ি দিতে পারে প্রায় ১৪০ কিলোমিটার। তবে এই গাড়িটির এখনই বিক্রি শুরু হচ্ছে না বলে সূত্রের খবর।

সরকার বৈদ্যুতিক গাড়ির উপর কর ছাড় দেওয়ার পর থেকেই এই ধরনের গাড়ি বিক্রির সংখ্যা বেড়েছে অনেকটাই। স্বাভাবিক ভাবেই বাজার ধরতে বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিযোগিতায় নেমেছে ছোট বড় প্রায় প্রতিটি গাড়ি প্রস্তুতকারক সংস্থাই। এর আগে মহিন্দ্রাও বৈদ্যুতিক গাড়ি তৈরি শুরু করে দেয়। টাটা মোটরসের এই বৈদ্যুতিক গাড়িগুলি ক্রেতাদের নজর কাড়তে পারবে কি না সেটাই দেখার।

অন্য বিষয়গুলি:

Tata Motors Tigor EV Nexon EV Altroz AV
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy