Advertisement
১৭ সেপ্টেম্বর ২০২৪
Indian Market

ভোগ্যপণ্যের আশা-ভরসা গ্রামীণ বাজার

যদিও খাদ্যপণ্যের চড়া মূল্যবৃদ্ধি নিয়ে আশঙ্কা বহাল। কফির মতো পণ্যের দাম বেড়েছে দ্রুতগতিতে। এমনকি খাদ্যশস্যের দাম বৃদ্ধির আশঙ্কায় কিছু কিছু সংস্থা পণ্যের দাম বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছে।

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ০৫:০৯
Share: Save:

মূল্যবৃদ্ধিতে কাহিল দেশের গ্রামের বাজার মুখ ফিরিয়েছিল বহু দিন। যার জেরে তেল, সাবান, শ্যাম্পু, চা, কফি, বিস্কুট ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় স্বল্পমেয়াদি ভোগ্যপণ্যের শহুরে বিক্রি কিছুটা বাড়লেও, সব মিলিয়ে ব্যবসা চলছিল ঢিমে গতিতে। গত এপ্রিল-জুনে সেই অসময় পেরিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পেয়েছে এইচইউএল, আইটিস, ডাবর, ব্রিটানিয়া, নেসলে এবং ইমামির মতো নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিক্রেতা সংস্থাগুলি। তাদের আশা, পণ্য বিক্রি এর পরের ত্রৈমাসিক অর্থাৎ, জুলাই-সেপ্টেম্বরে আরও বাড়বে। এর কারণ, গ্রামাঞ্চলের বাজারগুলিতে চাহিদার ছন্দে ফেরা এবং ভাল বর্ষা।

যদিও খাদ্যপণ্যের চড়া মূল্যবৃদ্ধি নিয়ে আশঙ্কা বহাল। কফির মতো পণ্যের দাম বেড়েছে দ্রুতগতিতে। এমনকি খাদ্যশস্যের দাম বৃদ্ধির আশঙ্কায় কিছু কিছু সংস্থা পণ্যের দাম বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছে।

ভোগ্যপণ্য সংস্থাগুলির দাবি, এপ্রিল-জুনে স্পষ্ট হয়েছে গ্রামে চাহিদা বৃদ্ধির বিষয়টি। বিক্রি চোখে পড়ার মতো বেড়েছে ই-কমার্স মাধ্যমেও, বিশেষ করে অনলাইনে খুব দ্রুত পণ্য বিক্রির মাধ্যম বা কুইক কমার্স প্ল্যাটফর্মে। সব মিলিয়ে সামগ্রীগুলির বিক্রি বৃদ্ধির হার ৬.৬%। যা আগামী দিনে ভাল বৃষ্টি এবং গ্রামীণ চাহিদায় ভর করে আরও চড়বে বলে আশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Consumer Goods Indian Economy rural areas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE