Advertisement
০৫ অক্টোবর ২০২৪
Price Hike

চাল-ডাল-আনাজেই চড়ছে থালির খরচ

খাদ্যপণ্যের দাম কী ভাবে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে, তা ফের স্পষ্ট হল গৃহস্থের থালি রান্নার খরচ নিয়ে মূল্যায়ন সংস্থা ক্রিসিলের সমীক্ষায়। নিরামিষ ও আমিষ— দু’ধরনের খাবারের খরচই মে মাসের তুলনায় জুনে বেড়েছে।

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৪ ০৭:৩৭
Share: Save:

পিছু ছাড়ছে না মূল্যবৃদ্ধি। খাদ্যপণ্যের দাম কী ভাবে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে, তা ফের স্পষ্ট হল গৃহস্থের থালি রান্নার খরচ নিয়ে মূল্যায়ন সংস্থা ক্রিসিলের সমীক্ষায়। ওই রিপোর্ট বলছে, নিরামিষ ও আমিষ— দু’ধরনের খাবারের খরচই মে মাসের তুলনায় জুনে বেড়েছে। যার কারণ, চাল, ডাল, আনাজের চড়ে যাওয়া দাম। তবে বছরের তুলনা টানলে আমিষ থালি কিছু স্বস্তি দিয়েছে মাংসের দাম কমায়। কিন্তু আগের বছরের জুনের তুলনায় এ বার নিরামিষ থালির গড় খরচ ১০% বেড়েছে। গত বার ছিল ২৬.৭ টাকা। এ বার হয়েছে ২৯.৪ টাকা।

সংশ্লিষ্ট মহলের মতে, মাছ, মাংসের খরচ এমনিতেই বেশি। ফলে স্বল্প বা সাধারণ আয়ের বহু মানুষ রোজ আমিষ খান না। কিন্তু যে ভাত-ডাল-রুটি ছাড়া চলে না, সেগুলিই কী ভাবে মাথাব্যথার কারণ হচ্ছে তা আরও প্রকট ক্রিসিলের ‘রুটি ভাতের দাম’ রিপোর্টে। সেখানে নিরামিষ থালিতে ধরা হয় রুটি, আনাজ (পেঁয়াজ, টোম্যাটো, আলু), ভাত, ডাল, দই, স্যালাড। আমিষে ডালের বদল থাকে মুরগির মাংস। ক্রিসিল বলছে, নানা কারণে বাজারে জোগান কমাতেই গত মাসে আনাজ দামি হয়েছে। চাল-ডালও চড়েছে। তবে মুরগির দাম ১৪% কমায় গত বছরের জুনের ৬০.৫ টাকা থেকে এ বার আমিষ থালির খরচ কমে হয়েছে ৫৮ টাকা। অবশ্য মে-র ৫৫.৯ টাকার তুলনায় বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Price Hike Rice Pulses Vegetables market price
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE