রিলায়্যান্স জিয়ো ও ভারতী এয়ারটেল দেশে ৫জি পরিষেবা চালু করেছে প্রায় দু’বছর আগে। এ বার তৃতীয় বেসরকারি টেলি সংস্থা হিসেবে তাতে যোগ দিল ভোডাফোন আইডিয়া (ভি)। বুধবার মুম্বই সার্কলে এই পরিষেবা চালু করেছে তারা। তাদের দাবি, অন্য দুই সংস্থার চেয়ে কম খরচে এই পরিষেবা দেবে। ফলে হারানো গ্রাহকদের একটা উল্লেখযোগ্য অংশকে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে মার্চ-এপ্রিলে যে সমস্ত শহরে ভি ৫জি চালু করতে চাইছে, সেই তালিকায় কলকাতা নেই। কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য স্টারলিঙ্ক, অ্যামাজ়নের মতো সংস্থার সঙ্গে কথা বলছে তারা।
এ দিন ভি জানিয়েছে, মুম্বইয়ের পরে এপ্রিলের মধ্যে দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড়, পটনা ও মাইসুরুতে ৫জি পরিষেবা চালু হবে। তার পরে হবে মহারাষ্ট্র, গুজরাত, কেরল ও চেন্নাইয়ে। সূত্রের খবর, এ বছরের মধ্যে কলকাতা কিংবা পশ্চিমবঙ্গ সার্কলে ভি-র ৫জি চালুর সম্ভাবনা কম। সংস্থা জানিয়েছে, তিন বছরের মধ্যে দেশের ১০০টি শহরে এই পরিষেবা মিলবে। দাবি, তাদের ৫জি চালু হচ্ছে ২৯৯ টাকা থেকে। যা দুই প্রতিযোগী সংস্থার চেয়ে কম।
ভি-র চিফ টেকনিক্যাল অফিসার জগবীর সিংহ বলেন, ‘‘অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তি রয়েছে সংস্থার। খরচ কম হওয়ায় শীঘ্রই গ্রাহক সংখ্যা বাড়বে।’’ টেলিকম নিয়ন্ত্রক ট্রাই জানিয়েছে, গত ছ’মাসে ভি দেশে এক কোটির বেশি গ্রাহক হারিয়েছে। তাঁর কথায়, ‘‘ছ’মাসে এই ক্ষতি অনেকটা মেটানো যাবে। ৫জি-সহ সামগ্রিক পরিকাঠামোয় ৫০,০০০-৫৫,০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা আছে। তা সম্পূর্ণ হলে আন্তর্জাতিক মানের পরিষেবা মিলবে।’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)