মাসের শুরুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণা কাঁপুনি ধরায় বিশ্বের। যার অভিঘাতে অন্যান্য দেশের মতো ধাক্কা খেয়েছে ভারতের শেয়ার বাজারও। এপ্রিলের দু’সপ্তাহেই মুছেছে বিএসই-র লগ্নিকারীদের ১১.৩০ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ।
তবে আমেরিকা বাড়তি শুল্কের সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত করায় শুক্রবার কিছুটা ঘুরে দাঁড়ায় সেনসেক্স। ৯ এপ্রিল ওই শুল্ক বসার কথা থাকলেও, তার কিছু আগে আচমকাই তা পিছিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। কিন্তু ১০ এপ্রিল, বৃহস্পতিবার ভারতে মহাবীর জয়ন্তী উপলক্ষে বাজার বন্ধ থাকায় স্বস্তির প্রতিক্রিয়া দেখা যায়নি। শুক্রবার বাজার খুলতেই লাফিয়ে ওঠে সূচক। অম্বেডকর জয়ন্তীর জন্য আজ সোমবারও বন্ধ লেনদেন।
সংশ্লিষ্ট মহলের অবশ্য মত, এর পর লেনদেন চালু হলে একই রকম স্বস্তির উত্থান দেখা যাবে কি না সন্দেহ আছে। কারণ, শুল্ক যুদ্ধের ঝাঁঝ বেড়েছে। আমেরিকা চিনের শুল্ক বাড়িয়ে করেছে ১৪৫%। জবাবে আমেরিকার পণ্যে ১২৫% বসিয়েছে চিন। বিশেষজ্ঞদের মতে, এই রেষারেষি বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা বাড়াচ্ছে। ভবিষ্যতে বাঁচতে হলে ভারতকে পোক্ত করতে হবে দেশীয় অর্থনীতি। সাহায্য করতে হবে শিল্পকে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)