শিল্প সম্মেলনে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ৫ লক্ষ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে বলে দাবি করল অসম। যা পশ্চিমবঙ্গের বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের তুলনায় অনেকটাই বেশি। আজ সম্মেলনের শেষ দিনে ‘বাংলার সঙ্গে তুলনা করতে চাই না’ বলেও তুলনা টেনেই কৃতিত্ব দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গের কাছে অনেক বড় পরিকাঠামো হয়েছে। আছে সমুদ্র বন্দরের সুবিধা। অসম স্থলবেষ্টিত রাজ্য। এখানে দীর্ঘদিনের উগ্রপন্থা, সংঘর্ষের ইতিহাস রয়েছে। তাই আমাদের কাছে পশ্চিমবঙ্গের লগ্নি প্রস্তাবকে পার করা খুব বড় কৃতিত্ব।’’
এই সম্পর্কে প্রশ্নে পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী শশী পাঁজা বলেন, ‘‘ডব্ল ইঞ্জিন সরকারের প্রতি পক্ষপাতিত্ব থাকবে। সিঙ্গল ইঞ্জিন সরকারের প্রতি থাকে বঞ্চনা। সেখানকার মানুষ (অসম) ভাল থাকুন। এখানকার মানুষ ভাল থাকুন। আমাদের নিয়ে ভাববেন না। মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) সেই চিন্তা করবেন।’’
শর্মার দাবি, ৬ লক্ষ কোটির প্রস্তাব এলেও খতিয়ে দেখে শুধু রূপায়ণযোগ্য প্রস্তাবেই সায় দেওয়া হচ্ছে। প্রায় ২৭০টি সমঝোতা চুক্তি সই হয়েছে। যার সম্মিলিত অঙ্ক ২.২৮ লক্ষ কোটি টাকা। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই ১.২২ লক্ষ কোটির চুক্তিতে সায় দিয়েছে। কেন্দ্রের বিভিন্ন দফতর অসমে ৭৮,০০০ কোটি টাকার লগ্নি ঘোষণা করেছে। দু’দিনে অংশ নিয়েছেন ৭৫টি দেশের প্রতিনিধি। হিমন্ত বলেন, ‘‘অসমের ইতিহাসে দিনবদলের সূচনা হবে এখান থেকে।’’ আজ অসমে সড়ক, অভ্যন্তরীণ জলপথ, টেলি যোগাযোগ-সহ বিভিন্ন ক্ষেত্রের একগুচ্ছ পরিকাঠামো গড়তে কেন্দ্রীয় সহায়তার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী, সর্বানন্দ সোনোয়াল এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। স্থায়ী শিল্প প্রদর্শনীস্থল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)