চলতি মাসের প্রথম দু’সপ্তাহে (১৪ ফেব্রুয়ারি পর্যন্ত) ভারতের শেয়ার বাজার থেকে ২১,২৭২ কোটি টাকার পুঁজি তুলে নিয়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। বিভিন্ন দেশের পণ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বসানো ঘিরে অনিশ্চয়তাই এর কারণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। গত মাসে তারা বেচেছিল ৭৮,০২৭ কোটি টাকার শেয়ার। যার হাত ধরে এ বছরে এখনই বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার বিক্রি পৌঁছেছে প্রায় ১ লক্ষ কোটি টাকায় (৯৯,২৯৯ কোটি টাকা)।
বাজার মহলের মতে, বিদেশি সংস্থাগুলির লগ্নি তোলার পিছনে একাধিক কারণ রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তে। তিনি কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক বসানো স্থগিত রাখলেও, চিনা পণ্যে তা বহাল রেখেছেন। সঙ্গে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক বসিয়েছেন। পাশাপাশি, বিভিন্ন দেশের উপরে শুল্ক চাপানোর হুমকিও দিয়ে রেখেছেন। মর্নিংস্টার ইনভেস্টমেন্ট রিসার্চ ইন্ডিয়ার অন্যতম কর্তা হিমাংশু শ্রীবাস্তবের মতে, এই শুল্কের সম্ভাবনা নিয়ে চিন্তায় রয়েছেন বিদেশি লগ্নিকারীরা। বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় তারা উন্নয়নশীল দেশগুলির বাজার থেকে হাত গুটিয়ে রাখছে।
তবে আগামী দিনে ডলারের সাপেক্ষে টাকার দরের দিকেও ওই সব সংস্থা নজর রাখছে বলে জানাচ্ছেন জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের মুখ্য লগ্নি উপদেষ্টা ভিকে বিজয়কুমার। তাঁর মতে, ডলার সূচক মাথা নামালে তারা ফের ভারতে উৎসাহী হতে পারে। অনেকে অবশ্য বলছেন, সূচক টানা পড়ছে। কিছু সংস্থার শেয়ারের দর চড়া। তৃতীয় ত্রৈমাসিকে আর্থিক ফল তেমন ভাল হয়নি। চিন্তা থাকছে টাকার দাম, শিল্পের ঢিমে গতি নিয়ে। তবে মূল্যবৃদ্ধির হার মাথা নামানো স্বস্তি দিতে পারে। বিদেশি লগ্নিকারীরা তাই কোন পথে হাঁটে, সেটাই দেখার।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)