Advertisement
০৬ নভেম্বর ২০২৪
online bill payment

আরও সময় ১৫এইচ, ১৫জি জমায়

ই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্যাঙ্ক অফিসারদের ইউনিয়ন আইবকের যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস বলেন, “স্বল্প সঞ্চয় ও ব্যাঙ্ক আমানতে সুদ কমায় প্রবীণ নাগরিকেরা সমস্যা পড়েছেন। তার উপরে এখনই টিডিএস কাটা হলে তাঁদের সমস্যা আরও বাড়ত।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ০৬:৩০
Share: Save:

করোনার জেরে উৎসে কর কাটা (টিডিএস) বন্ধের আর্জির সময়সীমা বাড়াল প্রত্যক্ষ কর পর্ষদ। ৩০ জুন পর্যন্ত ব্যাঙ্ক, ডাকঘর-সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ২০২০-২১ অর্থবর্ষের ১৫এইচ এবং ১৫জি ফর্ম জমা দেওয়া যাবে। আগের অর্থবর্ষের জন্য যাঁরা ওই ফর্ম জমা দিয়েছেন, তাঁদের সুবিধা বহাল থাকবে জুন পর্যন্ত।

যাঁদের সুদ ও অন্যান্য সূত্র থেকে মোট বার্ষিক আয় করযোগ্য নয়, তাঁদের টিডিএস না-কাটার জন্য ওই দুই ফর্ম জমা দিতে হয়। প্রবীণদের ফর্ম ১৫এইচ এবং বাকিদের ১৫জি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্যাঙ্ক অফিসারদের ইউনিয়ন আইবকের যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস বলেন, “স্বল্প সঞ্চয় ও ব্যাঙ্ক আমানতে সুদ কমায় প্রবীণ নাগরিকেরা সমস্যা পড়েছেন। তার উপরে এখনই টিডিএস কাটা হলে তাঁদের সমস্যা আরও বাড়ত।’’

উল্লেখ্য, এর আগেই আয়কর আইনের ৮০সি ধারায় ২০১৯-২০ অর্থবর্ষে পিপিএফ, জীবনবিমার প্রিমিয়াম, ইএলএসএস ইত্যাদি খাতে লগ্নি এবং ৮০ডি, ৮০জি ধারায় কর ছাড় পাওয়ার জন্য টাকা রাখার শেষ দিন ৩০ জুন পর্যন্ত পিছোনোর কথা
জানিয়েছে কেন্দ্র। ওই সময় পর্যন্ত পিছিয়েছে ২০১৮-১৯ সালের আয়কর রিটার্ন জমার শেষ দিনও।

অন্য বিষয়গুলি:

online bill payment business
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE