জল্পনা ছিলই। তা সত্যি করে শনিবার আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জ়োনের অডিটরের দায়িত্ব ছাড়ল ডেলয়েট। তবে গৌতম আদানির সংস্থাটির দাবি, দু’পক্ষের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত। শর্ট সেলারের (হিন্ডেনবার্গ রিসার্চ) রিপোর্ট সামনে আসার পরে বন্দর সংস্থার ম্যানেজমেন্ট ও অডিট কমিটির কাছে গোষ্ঠীর অন্যান্য নথিভুক্ত সংস্থার অডিটের দায়িত্ব হাতে পাওয়ার দাবি জানিয়েছিল ডেলয়েট। কিন্তু তার যৌক্তিকতা ছিল না। প্রতিটি সংস্থার পরিচালনার দায়িত্ব আলাদা পর্ষদের হাতে। শেয়ারহোল্ডার, পদস্থ কর্তারাও আলাদা। তাই তা খারিজ করা হয়েছিল। এর পরেই ডেলয়েট আর আদানি পোর্টসের অডিটের কাজ চালাতে রাজি হয়নি। তাই ঐকমত্যের ভিত্তিতে চুক্তি বাতিল করা হয়েছে। তবে ডেলয়েটকে সব তথ্যই যে দেওয়া হয়েছে, তা-ও জানিয়েছে আদানিরা।