Advertisement
২৭ অক্টোবর ২০২৪
Congress Slams BJP

বাজার ও বুচ, কংগ্রেসের নিশানায় মোদী সরকার

রাহুল বলেছেন, যে সমস্ত অল্প বয়সি, চাকরিজীবী শ্রেণি এবং সাধারণ মানুষ সেখানে তাঁদের কষ্টার্জিত টাকা লগ্নি করছেন, তা সুরক্ষিত করার জন্য কী করা যায় সে ব্যাপারে তাঁর দল ভেবে দেখুক।

রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ০৯:৩৭
Share: Save:

গত সোম থেকে শুক্রবার পর্যন্ত টানা পাঁচ দিন ধরে পড়েছে শেয়ার বাজার। সেনসেক্স হারিয়েছে ১৮০০ পয়েন্টেরও বেশি। বিপুল শেয়ার সম্পদ খুইয়েছেন লগ্নিকারীরা। শনিবার বাজারের ওই পতন নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দলের সংবাদ মাধ্যম ও প্রচার কমিটির চেয়ারম্যান পবন খেরার সঙ্গে ফোনে তাঁর কথপোকথন নিয়ে প্রকাশিত এক ভিডিয়োতে এ দিন দেখা গিয়েছে, শেয়ার বাজারকে “ঝুঁকির জায়গা” বলে উল্লেখ করছেন তিনি। রাহুল বলেছেন, যে সমস্ত অল্প বয়সি, চাকরিজীবী শ্রেণি এবং সাধারণ মানুষ সেখানে তাঁদের কষ্টার্জিত টাকা লগ্নি করছেন, তা সুরক্ষিত করার জন্য কী করা যায় সে ব্যাপারে তাঁর দল ভেবে দেখুক। ছোট লগ্নিকারীদের স্বার্থ রক্ষার জন্য প্রচার অভিযানে শামিল হওয়ার ইচ্ছাও খারের কাছে প্রকশ করেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর পোস্টের শিরোনাম ছিল “দুর্নীতিগ্রস্তদের সুরক্ষা দিচ্ছে যে গোষ্ঠী, তার মধ্যে রয়েছে কারা?’’

পাশাপাশি, এ দিন এক বিবৃতিতে বাজার নিয়ন্ত্রক সেবির চেয়ারম্যান মাধবী বুচের সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) সমনে সাড়া না দেওয়ার তীব্র সমালোচনা করেছেন খেরা। বুচের হাজিরা এড়িয়ে যাওয়ার ব্যাপারে বিজেপির মদতের অভিযোগ করেছেন তিনি। খেরার প্রশ্ন, ‘‘ওই মদতের উদ্দেশ্য কি বাজারের ছোট ও মাঝারি লগ্নিকারীদের স্বার্থের ক্ষতি করে মোদীজির প্রিয় বন্ধু আদানির স্বার্থ রক্ষা করা।’’

খেরা বলেছেন, গত ১০ বছরে নির্লজ্জ ভাবে বিজেপি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির পবিত্রতা যে ভাবে নষ্ট করেছে, স্বাধীনতার পরে ৭৮ বছরের মধ্যে তা হয়নি। সেবির স্বাধীনতা হরণ করার বিরুদ্ধে কংগ্রেস টানা উদ্বেগ প্রকাশ করে আসছে।

অন্য বিষয়গুলি:

Madhabi Puri Buch Share Market Rahul Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE