প্রতিদ্বন্দ্বীরা ৫জি চালু করে দেওয়ার পরেও বিএসএনএল ৪জি আনতে না পারায় বহু অসন্তুষ্ট ক্রেতা সংস্থা ছেড়েছিলেন। পরবর্তী কালে দেশীয় প্রযুক্তিতে ভর করে ৪জি সংযোগ চালুর সময়ে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বার্তা ছিল, ৫জি-ও এসে যাবে দ্রুত। মঙ্গলবার কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানালেন, আগামী জুন থেকেই সেই কাজ শুরু হবে। যদিও ৫জি চালু হতে পারে কবে নাগাদ, তা স্পষ্ট নয়।
মন্ত্রীর দাবি, এই ক’মাসের মধ্যে সারা দেশে এক লক্ষের বেশি ৪জি টাওয়ার বসানো হয়ে যাবে। ইতিমধ্যেই ৮৯ হাজারের বেশি বসেছে। ফলে মে-জুনের মধ্যে বাকি টাওয়ার বসার পরেই সেগুলিকে প্রযুক্তিগত ভাবে উন্নীত করে ৫জি-তে নিয়ে যাওয়া হবে। তবে এই এক লক্ষ টাওয়ারকে ৫জি প্রযুক্তিতে নিয়ে যেতে বছরখানেক পর্যন্ত সময় লাগতে পারে বলেই খবর।
সিন্ধিয়ার দাবি, ৪জি টাওয়ারগুলিতে সফটওয়্যার এবং হার্ডওয়্যার কিছু আপডেট করলেই তা ৫জি পরিষেবা দেওয়ার উপযোগী হয়ে যাবে। তিনি জানান, ভারত বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে একটি, যারা ৪জি এবং ৫জি প্রযুক্তি সম্পূর্ণ দেশেই তৈরি করেছে। একই সঙ্গে সিন্ধিয়া এ দিন জানিয়েছেন, ‘সঞ্চার সাথি’ পোর্টালে অভিযোগ পাওয়ার পরে গত কয়েক মাসে দেশ জুড়ে প্রায় ১.৭৫ কোটি ভুয়ো মোবাইল সংযোগ বন্ধ করা হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দেড় লক্ষের বেশি ওয়টস্যাপ গ্রুপও।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)