ভুল শুধরে নিল আমেরিকা। তবে কোনও লাভ হল না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা চড়া শুল্ক ঘোষণার সময় দেশের নাম ধরে ধরে লেখা সারণিতে ভারতের উপর ২৬% শুল্ক চাপানো হচ্ছে পড়লেও, এগজ়িকিউটিভঅর্ডারে ২৭% শুল্ক বসানোর কথা লেখা ছিল। শুক্রবার জানা গেল, ওটা ২৬ শতাংশই হবে। যা লাগু হবে ৯ এপ্রিল থেকে। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, এই এক শতাংশের এদিক-ওদিকে হেরফের সামান্য হবে। কাজেই স্বস্তির কোনও জায়গা নেই। সে দেশে সংশ্লিষ্ট পণ্যে যে শুল্ক চাপে, তার উপরে যোগ হবে এই পাল্টা চড়া হার।
এই পরিস্থিতিতে দেশে বিক্ষোভের পারদ চড়ছে। বিরোধী শিবিরের অভিযোগ, প্রধানমন্ত্রী সব কিছুর জন্য সময় বার করছেন। শুধু ট্রাম্পের শুল্ক নিয়ে কোনও প্রতিক্রিয়া নেই। এ দিন কংগ্রেস সাংসদেরা সংসদের চত্বরে আমেরিকার পাল্টা চড়া শুল্ক চাপানোর বিরুদ্ধে প্রতিবাদ জানান। দাবি করেন মোদী সরকারের জবাব। লোকসভায় দলের নেতা রাহুল গান্ধীর অভিযোগ, এই শুল্ক ভারতীয় অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিতে চলেছে। বিশেষত কৃষি বা গাড়ির মতো ক্ষেত্র চরম বিপাকে পড়বে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)