হিন্ডেনবার্গ কাণ্ডের ধাক্কা সামলাতে আদানি গোষ্ঠী ঋণের বোঝা যেমন কমাতে চাইছে, তেমনই বাড়াতে চাইছে ব্যবসার পরিসর। ফেরাতে চাইছে লগ্নিকারীদের আস্থা। সেই উদ্যোগেরই অংশ হিসেবে সঙ্ঘী ইন্ডাস্ট্রিজ়ের বড় অংশীদারি হাতে নিতে চলেছে আদানিদের শাখা সংস্থা অম্বুজা সিমেন্টস। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পরে এটিই তাদের বৃহত্তম অধিগ্রহণ পদক্ষেপ। অধিগ্রহণ সফল হলে সিমেন্ট উৎপাদন ক্ষমতা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে তাদের।
বৃহস্পতিবার অম্বুজা সিমেন্টস জানিয়েছে, সঙ্ঘী ইন্ডাস্ট্রিজ়ের প্রোমোটার গোষ্ঠী রবি সঙ্ঘী এবং পরিবারের হাত থেকে ৫৬.৭৪% অংশীদারি কিনে নিতে চলেছে তারা। খরচ করবে ৫০০০ কোটি টাকা। তার পরে খোলা বাজার থেকে সাধারণ লগ্নিকারীদের হাতে থাকা আরও ২৬% শেয়ার হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তা সফল হলে আরও ৭৬৭.১৫ কোটি টাকা খরচ হতে পারে। তখন সব মিলিয়ে সঙ্ঘী ইন্ডাস্ট্রিজ়ের ৮২.৭৪% শেয়ার অম্বুজা সিমেন্টসের হাতে আসবে। অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হতে তিন-চার মাস সময় লাগতে পারে। তবে তার আগে দরকার প্রতিযোগিতা কমিশনের সম্মতি।
আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির বক্তব্য, ‘‘অম্বুজা সিমেন্টসের ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। এর ফলে ২০২৮ সালের মধ্যে সংস্থার সিমেন্ট উৎপাদন ক্ষমতা ১৪ কোটি টনে নিয়ে যেতে সুবিধা হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)