Russia-Ukraine War

রুশ ক্ষেপণাস্ত্র হানা ঠেকাতে এ বার ইউক্রেনকে সেই প্যাট্রিয়ট দিচ্ছে জার্মানি ও আমেরিকা

ইউক্রেন যুদ্ধের গোড়াতেই ভলোদিমির জ়েলেনস্কির বাহিনীর হাতে বহুজাতিক সংস্থা জাডো হোল্ডিং লিমিটেডের তৈরি অ্যালিগেটর স্নাইপার রাইফেল তুলে দিয়েছিল জার্মানি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ১৪:০৩
ইউক্রেন এ বার পাচ্ছে সাঁজোয়া গাড়িবাহী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র।

ইউক্রেন এ বার পাচ্ছে সাঁজোয়া গাড়িবাহী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স।

অ্যালিগেটর স্নাইপার রাইফেলের পরে এ বার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসানো সাঁজোয়া গাড়ি। রুশ ফৌজের বিরুদ্ধে লড়াই চালাতে ইউক্রেন সেনাকে নয়া অস্ত্র দেওয়ার বার্তা দিলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলস।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সোমবার বৈঠক করেন স্কোলস। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, রাজধানী কিভ-সহ ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সেনার ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলায় ইউক্রেনকে প্রয়োজনীয় সাহায্যের বিষয়ে আলোচনা করেন তাঁরা। আর সেই আলোচনার সূত্রেই উঠে আসে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রসঙ্গ।

Advertisement

দু’দশক আগে ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হুসেনের বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিরোধে প্যাট্রিয়ট ব্যবহার করেছিল আমেরিকার নেতৃত্বাধীন নেটো বাহিনী। অধিকাংশ ক্ষেত্রেই ইরাক সেনার ব্যবহৃত রুশ ক্ষেপণাস্ত্র স্কাডকে আকাশপথেই চিহ্নিত করে ধ্বংস করে দিতে পারত প্যাট্রিয়ট।

যুদ্ধের গোড়াতেই ভলোদিমির জ়েলেনস্কির বাহিনীর হাতে বহুজাতিক সংস্থা জাডো হোল্ডিং লিমিটেডের তৈরি অ্যালিগেটর স্নাইপার রাইফেল তুলে দিয়েছিল জার্মানি। খেরসন, জ়াপোরিজিয়ায় রুশ সেনার কনভয়ের উপর হামলায় ইতিমধ্যেই কার্যকারিতা প্রমাণ করেছে সেই অস্ত্র। এ বার কি প্যাট্রিয়টের পালা?

Advertisement
আরও পড়ুন