Entertainment News

কনের মুকুট ও ফুলের মালার সাজে শ্বেতা, ধারাবাহিকের সেটে আইবুড়োভাতে কী কী আয়োজন হল?

কিছু দিন আগেই এই ধারাবাহিকের নতুন এক চরিত্রে যোগ দিয়েছেন অনুরাধা মুখোপাধ্যায়। হবু কনেকে আইবুড়োভাত খাওয়ানোর আয়োজকদের মধ্যে ছিলেন তিনিও। এ ছাড়াও ছিলেন ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণুও।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৯:২৮
Anuradha Mukherjee shares how they celebrated Shweta Bhattacharya’s aiburo bhat ceremony at serial set

ধারাবাহিকের সেটেই আইবুড়োভাত শ্বেতার। ছবি: সংগৃহীত।

টেলিপাড়ায় ফের বিয়ের সানাই। আগামী ১৯ জানুয়ারি ছাঁদনাতলায় শ্বেতা ও রুবেল। গত কয়েক দিন যাবৎ বিভিন্ন জায়গায় আইবুড়োভাত খাচ্ছেন যুগল। পাশাপাশি চলছে ধারাবাহিকের শুটিং। এ বার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের সেটেই শ্বেতাকে আইবু়ড়োভাত খাওয়ানো হল।

Advertisement

কিছু দিন আগেই এই ধারাবাহিকের নতুন এক চরিত্রে যোগ দিয়েছেন অনুরাধা মুখোপাধ্যায়। হবু কনেকে আইবুড়োভাত খাওয়ানোর আয়োজকদের মধ্যে ছিলেন তিনিও। এ ছাড়াও ছিলেন ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণুও। সকলে মিলেই আইবুড়োভাতের খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছিলেন বলে জানান অনুরাধা। তাঁর কথায়, “অনেক কিছু ছিল মেনুতে। পোলাও, সাদা ভাত, ডাল, আলুভাজা, চিংড়ি মাছের মালাইকারি, পাঁঠার মাংস, ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড়, মিষ্টি তো ছিলই। রেস্তরাঁ থেকেই আনানো হয়েছে খাবার।”

ধারাবাহিকের অভিনেতা, পরিচালক, কার্যনির্বাহী প্রযোজক, সকলে মিলেই আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন এ দিন। শ্বেতার সাজেও ছিল নববধূর ছোঁয়া। আইবুড়োভাত উপলক্ষে তাঁকে কনের মুকুট ও ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন ধারাবাহিকের কলাকুশলীরা। ধারাবাহিকের সেটে এমন আয়োজন দেখে নাকি খুব খুশি শ্বেতাও। অনুরাধার কথায়, “ও জানত আজকের আয়োজনের কথা। খুব খুশি হয়েছে। খুব আবেগপ্রবণও হয়ে পড়েছিল।”

ধারাবাহিকের সকলে শ্বেতার বিয়ে নিয়ে খুবই উচ্ছ্বসিত। সকলে মিলেই ১৯ জানুয়ারি অভিনেত্রীর বিয়েতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে।

এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র সেট থেকেই প্রেম শুরু শ্বেতা-রুবেলের। প্রথম দিকে আড়ালেই রেখেছিলেন সম্পর্কের কথা। তবে টলিপাড়ায় প্রেমের খবর বেশি দিন চাপা থাকে না। তাই একটা সময়ের পর থেকে নিজেদের সম্পর্কের কথা জোর গলায় স্বীকার করেন তাঁরা। তার পর থেকে প্রেম নিয়ে আর কোনও রাখঢাক করেননি তারকা জুটি।

Advertisement
আরও পড়ুন