Hrithik Roshan birthday

‘তুমিই আমার আলো’, হৃতিককে জন্মদিনে শুভেচ্ছায় ভরালেন প্রাক্তন স্ত্রী সুজ়ান ও প্রেমিকা সাবা

জন্মদিনে হৃতিককে বিশেষ ভাবে শুভেচ্ছা জানালেন প্রাক্তন স্ত্রী সুজ়ান খান ও বর্তমান প্রেমিকা সাবা আজ়াদ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৯:১৪
Susaanne Khan and Saba Azad wished Hrithik Roshan on his 51th birthday

হৃতিকের জন্মদিনে সুজ়ান ও সাবার শুভেচ্ছা। ছবি: সংগৃহীত।

বয়স যে সংখ্যা মাত্র, তা বার বার প্রমাণ করেছেন হৃতিক রোশন। বয়স বাড়লেও অভিনেতার শারীরিক গঠনে কোনও প্রভাব পড়েনি। ২০০০ সালে ‘কহো না প্যার হ্যায়’ ছবি থেকে শুরু হয়েছিল অভিনয়ের সফর। প্রথম ছবিতেই আলোড়ন ফেলেছিলেন। এখনও অনুরাগীদের মধ্যে একই উন্মাদনা। দেখতে দেখতে হৃতিক এখন ৫১ বছর বয়সি। জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুরাগীরা।

Advertisement

জন্মদিনে হৃতিককে বিশেষ ভাবে শুভেচ্ছা জানালেন প্রাক্তন স্ত্রী সুজ়ান খান ও বর্তমান প্রেমিকা সাবা আজ়াদ। সুজ়ান এ দিন একটি পারিবারিক ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। সেই ছবিতে হৃতিকের সঙ্গে রয়েছেন তাঁর প্রেমিকা সাবাও। সেই ছবির সঙ্গে হৃতিকের প্রাক্তন স্ত্রী লিখেছেন, “শুভ জন্মদিন। তার সঙ্গে ‘কহো না প্যার হ্যায়’ ছবির ২৫ বছর পূর্তির উদ্‌যাপনও হোক।”

সাবাও হৃতিকের সঙ্গে একগুচ্ছ সোহাগী ছবি ভাগ করে নেন। কখনও তাঁরা সমুদ্রসৈকতে, কখনও আবার পাহাড়ের কোলে। সাবা লিখেছেন, “সূর্যকে প্রদক্ষিণ করার আরও একটা বছর পূর্ণ করার শুভেচ্ছা তোমাকে। তুমি আমার আলো। সারা জীবন আনন্দ যেন তোমাকে ঘিরে রাখে।”

সাবার এই পোস্টে হৃতিককে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। বলিপাড়া থেকেও বহু তারকা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ‘বার্থডে বয়’কে।

উল্লেখ্য, কিছু দিন আগেই বড় পর্দায় ফের মুক্তি পেয়েছে ‘কহো না পেয়ার হ্যায়’। নতুন করে সাড়া ফেলেছে এই ছবি। অন্য দিকে, হৃতিককে শেষ দেখা গিয়েছে ‘ফাইটার’ ছবিতে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছিলেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন