Israel-Hamas Conflict

‘নিরস্ত্রদের হত্যা মানতে পারি না’, গাজ়ায় হামলা বন্ধের আবেদন মাকরঁর, ‘না’ বললেন নেতানিয়াহু

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ ইজ়রায়েলকে যুদ্ধবিরতির বার্তা দিয়ে বলেন, ‘‘আমরা ইজ়রায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি, কিন্তু এখন গাজ়ায় হামলা বন্ধ করা খুবই প্রয়োজন।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
প্যারিস শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ১৪:৫৮
(বাঁ দিক থেকে) ইমানুয়েল মাকরঁ এবং বেঞ্জামিন নেতানিয়াহু।

(বাঁ দিক থেকে) ইমানুয়েল মাকরঁ এবং বেঞ্জামিন নেতানিয়াহু। — ফাইল চিত্র।

গাজ়া ভূখণ্ডে ইজরায়েলি সেনার অভিযানে সাধারণ প্যালেস্তিনীয় নাগরিকদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। অবিলম্বে অসামরিক জনতার মৃত্যু ঠেকানোর জন্য ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

সংবাদমাধ্যম বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ঘনবসতিপূর্ণ গাজ়ায় ইজ়রায়েলি সেনার হামলা নিয়ে প্রশ্ন তুলেছেন মাকরঁ। তিনি বলেন, ‘‘গাজ়ায় এ ভাবে নির্বিচারে বোমাবর্ষণের কোনও যুক্তি নেই। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি হলে ইজ়রায়েলের উপকারই হবে।’’ তাঁর এই আহ্বান আন্তর্জাতিক মহলের সমর্থন পাবে কি না জানতে চাওয়া হলে মাকরঁর উত্তর, ‘‘আমি আশাবাদী।’’

তবে সেই সঙ্গেই গত ৭ অক্টোবর প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার নিন্দা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘আমরা ইজ়রায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি, কিন্তু এখন গাজ়ায় হামলা বন্ধ করা খুবই প্রয়োজন।’’ হামাসের হামলার জবাবে গাজ়ার নিরস্ত্র শিশু-নারী-বৃদ্ধদের হত্যার ঘটনাকে সমর্থন জানানো যায় না বলেও জানান মাকরঁ।

ইতিমধ্যেই আমেরিকা-সহ বিভিন্ন দেশ আবেদন জানালেও গাজ়ায় যুদ্ধবিরতির ডাকে সাড়া দেননি ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জানিয়েছিলেন, যুদ্ধবিধ্বস্ত গাজ়ায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ইজ়রায়েলি ফৌজ কিছু ক্ষণ যুদ্ধ থামাতে পারে, কিন্তু সামগ্রিক ভাবে যুদ্ধবিরতি হবে না। মাকরেঁর মন্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার নেতানিয়াহু বলেন, ‘‘আজ গাজ়া থেকে হামাস যে অপরাধ করেছে তা আগামিকাল প্যারিস, নিউ ইয়র্ক এবং বিশ্বের যে কোনও জায়গায় তেমন হতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement