অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পপকর্ন চর্চায় জোর ঝড় সমাজমাধ্যমে। সল্টেড, ক্যারামেলাইজ়ড আর সাধারণ পপকর্নের উপর আলাদা আলাদা জিএসটি বসানোর সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল। অর্থমন্ত্রী সেই ঘোষণা করার পর থেকেই বিতর্ক শুরু। সীতারামনের বহুরূপী পপকর্ন আর তার নানা ট্যাক্স নিয়ে কী বলছে কলকাতা?