রোহিত শর্মা। —ফাইল চিত্র।
বৃহস্পতিবার থেকে শুরু চতুর্থ টেস্ট। কিন্তু রোহিত শর্মার হাঁটুর চোট কি সেরেছে? তিনি কি মেলবোর্নে খেলতে পারবেন? মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক নিজেই জানিয়ে দিলেন তিনি সুস্থ আছেন। বিরাট কোহলির ফর্ম নিয়েও মুখ খুললেন রোহিত।
অনুশীলনে হাঁটুতে চোট লেগেছিল রোহিতের। বরফ বেঁধে রেখেছিলেন। যা চিন্তা বাড়িয়ে দিয়েছিল সমর্থকদের। তবে টেস্ট শুরুর দু’দিন আগে রোহিত বলেন, “আমার হাঁটু ঠিক আছে।” চলতি টেস্ট সিরিজ়ে মিডল অর্ডারে খেলছেন রোহিত। ওপেনার হিসাবে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ব্যাট করতে দেখা যাচ্ছে লোকেশ রাহুলকে। চতুর্থ টেস্টে যদিও ব্যাটিং অর্ডারে কোনও পরিবর্তন দেখা যাবে কি না তা পরিষ্কার করলেন না অধিনায়ক। রোহিত বলেন, “কে কত নম্বরে ব্যাট করছে তা নিয়ে ভাবার প্রয়োজন নেই। এটা আমরা ঠিক করব। আমি এটা সাংবাদিক বৈঠকে বলব না। দলের জন্য যেটা ভাল হবে, সেই সিদ্ধান্তই নেব।”
প্রথম টেস্টে শতরান করেছিলেন বিরাট। কিন্তু তার পর থেকে রান নেই তাঁর ব্যাটে। বার বার অফ স্টাম্পের বাইরের বলে আউট হচ্ছেন। যা সমস্যায় ফেলছে দলকে। বিরাট ফর্মে না ফিরলে ভারতীয় দলের ব্যাটিং বিভাগ যে সমস্যায় পড়বে তা বলাই যায়। যদিও বিরাটের ফর্ম নিয়ে চিন্তা করতে রাজি নন অধিনায়ক। তিনি মনে করেন বিরাট নিজেই চিন্তা দূর করবেন। সাংবাদিকদের উদ্দেশে রোহিত বলেন, “বিরাট এই সময়কার অন্যতম সেরা ব্যাটার। এটা তো আপনারাই বললেন। ও যখন অন্যতম সেরা, তখন নিশ্চয়ই নিজের সমস্যা কাটিয়ে উঠতে পারবে।”
বিরাটের মতোই সমস্যায় যশস্বী। বাঁহাতি ওপেনার প্রথম টেস্টের পর আর রান পাচ্ছেন না। বার বার তিনি শুরুতে আউট হওয়ায় চাপ পড়ছে মিডল অর্ডারের উপর। রোহিত বলেন, “যশস্বীর মানসিকতায় পরিবর্তনের প্রয়োজন নেই। নিজের ব্যাটিং সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে ওর। যশস্বী জানে ওকে কী করতে হবে। ওকে নিজের মতো খেলতে উৎসাহ দেওয়া উচিত।”