বাংলাদেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। ছবি: সংগৃহীত।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হতেই আবার জোয়ার এল বাংলাদেশের শেয়ারবাজারে। বুধবার সে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসআই)-এ একাধিক শেয়ারের দাম লক্ষ্যণীয় ভাবে বেড়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে ডিএসআই-এ লেনদেনের ক্ষেত্রে এগিয়ে থাকতে দেখা গিয়েছে বাংলাদেশের বিভিন্ন ব্যাঙ্ক এবং প্রতিষ্ঠিত সংস্থার শেয়ারকে।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে, বুধবার প্রধান সূচক ডিএসইএক্স ১৯২ পয়েন্ট বা সাড়ে ৩ শতাংশ বেড়েছে। মঙ্গলবার ডিএসইএক্স সূচকটি ১৯৭ পয়েন্ট বা পৌনে ৪ শতাংশ বেড়েছিল। অর্থাৎ রাজনৈতিক পালাবদলের পরে গত দু’দিনে ৩৮৯ পয়েন্ট বা ৭ শতাংশের বেশি বেড়েছে। ট্রাস্ট ব্যাঙ্ক, উত্তরা ব্যাঙ্কের শেয়ারে উল্লেখযোগ্য উর্ধ্বগতি দেখা গিয়েছে গত দু’দিনে।
সেই সঙ্গে পুরনো এবং সবল আর্থিক ভিত্তিসম্পন্ন সংস্থাগুলির শেয়ারের দর বেড়েছে গত দু’দিনে। অভিযোগ, শেখ হাসিনার জমানায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ (বিএসইসি)-এর একাংশের মদতে রুগ্ন এমনকি, বন্ধ কোম্পানির শেয়ারের দামও কৃত্রিম ও অসাধু পদ্ধতিতে বাড়ানো হয়েছে। এ ধরনের শেয়ারের মূল্যবৃদ্ধির অনৈতিক মদত দেওয়া হয়েছে বিএসইসির শীর্ষ পর্যায় থেকে। এখন বিএসইসির নিষ্ক্রিয়তার আবহে সে সব সংস্থার শেয়ারের ক্রেতা মিলছে না।