Sandeshkhali

সন্দেশখালিতে গণধর্ষণের অভিযোগ তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে! হাই কোর্টের দ্বারস্থ তরুণী

কলকাতা হাই কোর্টে ওই তরুণী জানান, অভিযুক্তেরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। অথচ পুলিশ কোনও পদক্ষেপ করছে না। হাই কোর্টে তিনি উপযুক্ত তদন্তের আবেদন জানান তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৮:৩১
New appeal before Calcutta High Court on a gang rape case of a woman in Sandeshkhal

—প্রতীকী ছবি।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে এক তৃণমূল নেতা এবং তাঁর সহকারীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ওই এলাকার এক তরুণী। অভিযোগ, গত বছর মে মাসে সেখানকার তৃণমূল নেতা এবং তাঁর দলবল মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করেছিলেন তাঁকে। ওই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। পুলিশ এফআইআর দায়ের করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।

Advertisement

হাই কোর্টে ওই তরুণী জানান, অভিযুক্তেরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। অথচ পুলিশ কোনও পদক্ষেপ করছে না। হাই কোর্টে তিনি উপযুক্ত তদন্তের আবেদন জানান তিনি। মঙ্গলবার তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। বুধবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের গোড়ায় সন্দেশখালিকাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। এলাকার ‘প্রভাবশালী’ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতির তদন্তে এসে আক্রান্ত হন ইডি আধিকারিক ও আধাসেনা জওয়ান।

সেই ঘটনার তদন্তে নেমে জানা যায়, এলাকার অনেক কৃষিজমি জোর করে দখল করে মাছের ভেড়ি বানানোর অভিযোগ রয়েছে শাহজাহান এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। একই সঙ্গে তাঁর একাধিক শাগরেদের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগও সামনে আসে। অভিযুক্তদের সেই দলে যেমন ছিল শাহজাহান-ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের নাম, তেমনই রয়েছে আমির আলি গাজির নামও। আদালত মূল ঘটনার তদন্ত সিবিআইকে সঁপে দিলেও, এই মামলাটির তদন্তভার রয়েছে পুলিশের হাতেই।

Advertisement
আরও পড়ুন