প্রেমের উপর বিধিনিষেধ জারি হল মেরঠের অটোরিকশায়। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আবার প্রেমের উপর বিধিনিষেধ। ওয়োর মাধ্যমে বুকিং হওয়া হোটেলের পরে এ বার মেরঠের অটোরিকশায়। পশ্চিম উত্তরপ্রদেশের ওই শহরের বেশ কিছু অটোয় ‘এখানে প্রেম চলবে না’ লেখা ব্যানার ঝোলানো হয়েছে বলে অভিযোগ।
ঘটনাচক্রে, সেই ব্যানারে রয়েছে ওয়ো-প্রসঙ্গের উল্লেখও। লেখা হয়েছে, ‘‘সতর্কতা! কোনও প্রেম নয়। এটি একটি ক্যাব। আপনার ব্যক্তিগত স্থান বা ওয়ো নয়। তাই দয়া করে দূরত্ব বজায় রাখুন। সম্মান করুন, সম্মান পান।’’ সমাজমাধ্যমে ওই ব্যানারের ছবি ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই (তবে আনন্দবাজার অনলাইন ছবির সত্যতা যাচাই করেনি)।
প্রসঙ্গত, অবিবাহিত যুগলদের হোটেলে জায়গা দেওয়ার ক্ষেত্রে সম্প্রতি নিয়মে বদল এনেছে ওয়ো। এ বার থেকে ওয়োর হোটেল মানেই আর অবিবাহিত প্রেমিক-প্রেমিকারা চোখ বন্ধ করে বুকিং করতে পারবেন না। হোটেলে থাকতে হলে তাঁদের ‘সম্পর্কের প্রমাণপত্র’ দাখিল করতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। নতুন বছরে এমনই সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। ঘটনাচক্রে, মেরঠ থেকেই এই নতুন নিয়ম চালু করেছে রীতেশ আগরওয়ালের সংস্থা।
অবিবাহিত যুগল হোটেলে থাকতে পারবেন না, এমন কোনও নিয়ম বা আইনি নিষেধাজ্ঞা ভারতে নেই। কিন্তু বিভিন্ন সময়েই দেখা যায়, সামাজিক চাপ এবং খানিকটা আইনি জটিলতায় জড়াবেন না বলে প্রেমিক-প্রেমিকার জন্য হোটেলের দরজা বন্ধ করে দেন অনেক কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে ওয়ো ছিল উল্টো। বস্তুত, ২০১৩ সালের মে মাসে ‘ওয়ো রুমস’-এর প্রতিষ্ঠা এবং কয়েক বছরের মধ্যে সংস্থার আকাশছোঁয়া সাফল্যের নেপথ্যে অন্যতম কারণই হল অবিবাহিত যুগলদের হোটেলে থাকার ছাড়পত্র। তুলনামূলক কম দামে ভাল হোটেলের ঠিকানা জানায় ওয়ো। কিন্তু হঠাৎ নিয়ম বদলের কারণ জানাতে গিয়ে রীতেশের সংস্থার দাবি, সম্প্রতি নাগরিক সমাজের প্রতিক্রিয়ার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত।